পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
মিষ্টিকুমড়ার জমিতে পাখি তাড়ানোর কৌশল হিসেবে কাকতাড়ুয়া এক পায়ে দাঁড়িয়ে। পরানপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। ছবিটি সম্প্রতি তোলাছবি: আনোয়ার হোসেন মাসুম
২ / ৭
ছবিতে গ্রামবাংলার শীতের আবহ ফুটে উঠেছে। ছবি এঁকেছে শেখ শাহরিন আরোহী, দ্বিতীয় শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মূল শাখা।
৩ / ৭
তোমার বিশাল চোখে প্রতিদিন অস্ত যাই সমুদ্রে সূর্যের মতো। সমুদ্রসৈকত, কুয়াকাটা, পটুয়াখালী, ৬ ডিসেম্বরছবি: ফজলুল পলাশ
৪ / ৭
গার্লিক ভাইন, রসুন লতা বা লতা পারুলগাছ। প্রধানত দক্ষিণ আমেরিকার গাছ, আমাদের দেশে পাহাড়ি এলাকায় দেখা যায়। মাইশছড়ি, খাগড়াছড়ি। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মুস্তাফিজ রহমান
৫ / ৭
কলকাতার নির্মল চন্দ্র স্ট্রিটের ভীম চন্দ্র নাগ মিষ্টির দোকান থেকে নেওয়া ঘড়ির ছবি। ঘড়িটি আঠারো শতকের শেষে এক ব্রিটিশ নাগরিকের দেওয়া উপহার। যিনি ভীম চন্দ্রের মিষ্টি খেয়ে খুব খুশি হয়েছিলেন। ১৪ ডিসেম্বর ছবিটি তোলাছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৭
সবুজের মধ্যে ডুবতে থাকা দিন বলছে বিদায়ের গল্প নতুন সকালের প্রতিশ্রুতি রেখে। জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পার্ক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: ফারহানা ইয়াসমিন
৭ / ৭
‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষায় জেন্ডার বাজেটবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভাছবি: বিজ্ঞপ্তি