পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
পথের পাশে এ রকম সবুজায়ন একটি শহরের জন্য বাড়তি সৌন্দর্য বলা যায়। তবে সৌন্দর্য থেকেও বড় বিষয় হচ্ছে সাধারণ মানুষের জন্য স্বস্তির একটি জায়গা। কয়েক বছর ধরে যে গরম ও রোদ দিচ্ছে, তার জন্য এ রকম জায়গাকে ‘স্বর্গ’ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা শান্তি দিতে পারে এ রকম একটি জায়গা। তা ছাড়া ক্লান্ত পথচারীদের জন্য এটি যেন স্বস্তির জায়গা। প্রতিটি শহরে ফুটপাতের পাশে এ রকম পরিবেশে বসার জায়গা করা হলে শহরবাসীর জন্য আশীর্বাদ হতো। ছবিটি সম্প্রতি চট্টগ্রাম শহরের জামালখান চত্বরের ‘স্বপ্ন উদ্যান’ থেকে তোলা
ছবি: জীবন পাল
২ / ৯
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৬৭ নম্বর চর সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম চালানো হয়। সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কাগজের প্লেন ওড়ানো প্রতিযোগিতা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও বিতরণ, ডেঙ্গু ও বন্যাবিষয়ক কুইজ প্রতিযোগিতা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ ও স্কুলের শিশুদের নিয়ে Food For Good কর্মসূচি অনুষ্ঠিত হয়
ছবি: সাদী মো. হিমেল
৩ / ৯
দুর্গাপূজা ২০২৪। চিতলমারী, বাগেরহাট
ছবি: সুব্রত বিশ্বাস
৪ / ৯
কথায় বলে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। অনেক জ্যোতিষও বলে থাকেন, এক শালিক দেখা অশুভ, জোড়া শালিক দেখা শুভ। জোড়া শালিকের এই ছবি সিডনির মিন্টো সাবার্বের ট্রেন স্টেশন থেকে ১০ অক্টোবর সকালে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৫ / ৯
প্লাস্টিকের ভিড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব বাঁশের তৈরি তৈজসের ব্যবহার। এরপরেও কিছু মানুষ বাঁশশিল্পের মাধ্যমে তাঁদের আয়ের পথ চালু রেখেছেন। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর পুরাতন হাট থেকে তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৬ / ৯
নাগরিক জীবনে কর্মব্যস্ততার সমুদ্রে বিরুদ্ধতা ছিন্ন করে ছুটে চলার মোড় ঘেঁষে দাঁড়িয়ে থাকে প্রান্তিক মৃত্যু। তবুও ছুটে চলা, তবুও যেতে হয়। রাজধানীর মিরপুর-২ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে সম্প্রতি তোলা
ছবি: তাহমিদ হাসান
৭ / ৯
ডিসি হিল থেকে বেরিয়ে বৌদ্ধমন্দির রোড হয়ে নন্দনকানন ৩ নম্বর গলিতে ঢোকার মুখেই মনে শান্তি খুঁজে পাওয়ার মতো একটি দৃশ্য এটি। সদর ভূমি অফিস বাকলিয়া সার্কেলের সামনেই রাস্তার পাশের একটি গাছের নিচে ক্লান্ত পথচারীসহ রিকশাচালকদের বিশ্রাম নিতে দেখে নিজের মনেই শান্তি পাওয়া যায়। যাঁরা এর সুফল ভোগ করেন, তাঁদের মনের শান্তিটা হয়তো এর চেয়েও বেশি। এ দৃশ্য দেখে মনের মধ্যে প্রশ্ন—‘সব শহরে এ রকম গাছ নেই কেন? কেনই–বা কর্তৃপক্ষ কিংবা জনপ্রতিনিধিরা এ রকম সুন্দর চিন্তা করতে পারেন না। যাঁদের কাজ তো মানুষের হয়ে চিন্তা করা।’ শহরের রাস্তার পাশে এ রকম গাছ থাকলে পথচারীসহ রিকশাচালকদের জন্য একটি বিশ্রামস্থল হতে পারে। যার উদাহরণ এটি। চট্টগ্রাম শহরের বৌদ্ধমন্দির সড়কের মহানগর সদর ভূমি অফিস বাকলিয়া সার্কেলের সামনে থেকে সম্প্রতি তোলা ছবি
ছবি: জীবন পাল
৮ / ৯
একজন পত্রিকা বিক্রেতা ক্রেতার অপেক্ষায় বসে থেকে থেকে নিজেই খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছেন। আদাবর, ঢাকা, ৯ অক্টোবর
ছবি: মেসবাহউদ্দিন আহমদ
৯ / ৯
ময়লার স্তূপ থেকে খাবার ভাগাভাগি করে খাচ্ছে গরু আর কুকুর। বড় মাঠ, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রুবাইয়াদ ইসলাম