পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
একটি ছবিই বলে দেয় জনপথটি কতটা অবহেলিত। দেশের সড়ক-মহাসড়কের অনেক উন্নয়ন ঘটলে এখনো করুণ চিত্র দেখা যাচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর ধীপুর-আড়িয়লের হাসাইল এলাকার। এখানে একটি পাকা ব্রিজ অতি দ্রুত প্রয়োজন। এ কাঠের সেতু দিয়ে মানুষজন চলাচল করতে পারলেও কোনো যানবাহন যেতে পারে নাছবি: মো. রাসেল ভূঁইয়া
২ / ৭
বলের দখলের লড়াইয়ে দুই পক্ষের খেলোয়াড়েরা। উদ্দেশ্য একটাই—গোল দিতে হবে। আজকাল শহুরে এলাকায় তো নয়ই, উপশহরগুলোতেও খেলার মাঠের অভাব রয়েছে। খোলা একটু জায়গা পেয়েই শিশুরা খেলায় মেতে উঠেছে। উপজেলা পরিষদ চত্বর, বাগবাড়ী, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
৩ / ৭
কিশোরগঞ্জের ব্লু বার্ড স্কুলে প্রথমবার বিতর্কের আয়োজন করা হয় ১৯ এপ্রিল। ইংরেজি বিতর্কের বিষয় ছিল ‘Happiness is More Important than Success’। পক্ষে অষ্টম শ্রেণির সামিয়া খানম, সপ্তম শ্রেণির তায়িবা জাহান ও ষষ্ঠ শ্রেণির মুদাসসির উদ্দিন। বিপক্ষে ছিল অষ্টম শ্রেণির ফারহানা আফরোজ মীম, মোস্তাফিজুর আরাফাত ও ষষ্ঠ শ্রেণির মাটি বিনতে মাসুদ। বিতর্কে জয়ী হয় বিপক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা পক্ষের দলনেতা সামিয়া খানম। উভয় দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বইছবি: নাহিদ হোসাইন
৪ / ৭
প্রকৃতির অমোঘ দান আমাদের নদ-নদী। এমন শান্ত-স্নিদ্ধ নদীর মিষ্টি পানিই আমাদের ফসল ফলাতে সাহায্য করে। প্রকৃতির নৈসর্গে এ ধলেশ্বরী নদীটি মুন্সিগঞ্জের কমলাঘাট থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৭
বিক্রমপুরের টিনের ঘরের একটা ঐতিহ্য আছে। এমন শান্ত সুনিবিড় ছায়াঘেরা মায়াময় বাড়িতে বসবাস করার মজাই আলাদা। ছবিটি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া খলিফা বাড়ি থেকে সম্প্রতি তোলাছবি: মো. রাসেল ভূঁইয়া
৬ / ৭
প্রচণ্ড তাপদাহে একটু স্বস্তির খোঁজে পুকুরে নেমেছে দুরন্ত শিশুরা। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলাছবি: ইউনুস আলী ফাইম
৭ / ৭
পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ের নতুন ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ বুধবার (২৩ এপ্রিল)ছবি: সাদী মো. হিমেল