১ / ৭
ছিপ নিয়ে পুকুরে মাছ ধরার সময় সঙ্গে ছিল পোষা বিড়াল পিকু। ছিপে দু–একটা মাছ ধরা পড়াতে ওর লাফালাফি বেড়ে যায়। একপর্যায়ে দেখি, ছিপটি ধরে আছে সে। কয়রা, খুলনা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাজিফা ফারহিন ঊর্মি
২ / ৭
আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক। জি ই সি, চট্টগ্রাম নগর, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অর্ক রায় সেতু
৩ / ৭
জাদুর শহর ঢাকা। শরতের শুভ্র আকাশ ও লেকবেষ্টিত সবুজ নগরায়ণ! উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
শরতের গোধূলিবেলায় মেঘে মেঘে যেন আবির মেখেছে, আকাশ সেজেছে রাঙা সাজে। এমন সৌন্দর্য হৃদয়ে দোলা দিয়ে যায়। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা পৌরসভা থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৫ / ৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস এম হল, সৈয়দ আমির আলী হল ও নবাব আব্দুল লতিফ হলের মাঝের মাঠের মধ্যে বক বসেছে। নিশ্চিন্তে খাবার অন্বেষণ করছে বক। ২৮ সেপ্টেম্বর ছবিটি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৭
হরেক রকম সাজে সেজে মানুষকে আনন্দ দেওয়া কিছু মানুষের শখ। সঙ্গে জীবিকার জোগানও হয়ে যায়। সিডনির সার্কুলার কিয়ে স্টেশনে ‘গোল্ডেন বয়’–এর সাজে একজন মানুষ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৭ / ৭
ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই। ক্যানারি ওয়ার্ফ, লন্ডন, যুক্তরাজ্য। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আরিফ হোসেন