চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূলে বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগেছে চর। আর তাতে চোখ পড়েছে মাটিখেকোদের। অন্যের জমি থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে কিছু দুর্বৃত্ত। এতে আবার উপকূল ভাঙার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। পশ্চিম সারিকাইত এলাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম, ২৯ মার্চছবি: সূর্য দাস