পাঠকের ছবি (৩০ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
দিন দিন গরম বাড়ছে। অনেকক্ষণ রিকশা চালিয়ে একটু অবসর সময়ে ঘুমিয়ে পড়েছেন রিকশাচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
২ / ৯
ঈদের লম্বা ছুটিতে জমজমাট নগরী হঠাৎ করেই বেশ জনশূন্য হয়ে যায়। এবার ৯ দিনের ছুটিতে যেন নির্জন হয়ে গেছে চিরচেনা যানজটের রাজধানী। আগারগাঁও, ঢাকা, ২৯ মার্চ
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৯
অস্তমিত সূর্য মানে দিন শেষ নয়, নতুন একটা দিনের সূচনা। পশ্চিম সারিকাইত এলাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম, ২৯ মার্চ
ছবি: সূর্য দাস
৪ / ৯
‘বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই’। ছোটবেলায় বইয়ের পাতায় কবিতার এ পঙ্‌ক্তিগুলো পড়তাম। বাঁশবাগানের ছবিটি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া খলিফাবাড়ির পেছন থেকে সম্প্রতি তোলা
ছবি: হাজি মো. রাসেল ভূইয়া
৫ / ৯
সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে আকাশে উড়ছে কাক। পশ্চিম সারিকাইত এলাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম, ২৯ মার্চ
ছবি: সূর্য দাস
৬ / ৯
একসময় এই নদীতে নৌকা চলতে দেখেছি। অথচ এখন সেই নদীর বুকে পানি নেই। শুধু ধান আর ধান চাষ! কাঁঠালতলী মোড় এলাকা, মান্দা উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবিটি: মো. আইয়ুব আলী
৭ / ৯
মুন্সিগঞ্জের ধামারন গ্রামের একটি ছোট খালে একটি বাঁশের সাঁকো এখনো চোখে পড়ছে। সাঁকোটি বর্তমানে তেমন কাজে না লাগলেও বর্ষা মৌসুমে এলাকাবাসীর অনেক উপকারে লাগে। এ দৃশ্য সত্যিই অবহেলিত গ্রামীণ জনপদের ছবিই যেন ভেসে ওঠে। এখানে একটি কালভার্ট দিয়ে পাকা সড়ক কাম্য ছিল
ছবি: অলিউর রহমান ফিরোজ
৮ / ৯
চট্টগ্রামের সন্দ্বীপের পশ্চিম উপকূলে বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগেছে চর। আর তাতে চোখ পড়েছে মাটিখেকোদের। অন্যের জমি থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে কিছু দুর্বৃত্ত। এতে আবার উপকূল ভাঙার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। পশ্চিম সারিকাইত এলাকা, সন্দ্বীপ, চট্টগ্রাম, ২৯ মার্চ
ছবি: সূর্য দাস
৯ / ৯
রমজানের পরিশ্রান্ত দিনের শেষভাগের ইফতার যেন এক অকৃত্রিম সৌহার্দ্যের প্রতীক। ভিন্নধর্মী বন্ধুদের সহযোগিতায় ইফতারের আয়োজন যেন সে কথাই বলে। বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজনগুলোতে এমন দৃশ্য প্রায়ই নজর কাড়ে। সাভারের গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: তাহমিদ হাসান