পাঠকের ছবি (২৯ এপ্রিল ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
চোখ মেলে দেখি কোন সে অমরাবতী জীবন যেন রঙিন প্রজাপতি অল্প আয়ুর বর্ণিল আয়োজন সবুজে নিজেকে করেছি সমর্পণ। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ১০
মেঘময় প্রকৃতির নৈসর্গিক আনমনে হাওয়া। বালিঘুবা বাজার এলাকা, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ১০
কৃষকের স্বপ্ন মাঠে দোল খাচ্ছে। আর কিছুদিন পরই ধান পাকতে শুরু করবে। পাকা ধানের সোনালি রঙে চারপাশ ভরে উঠবে। মধ্য চররমনী এলাকা, চররমনীমোহন ইউনিয়ন, সদর উপজেলা, লক্ষ্মীপুর
ছবি: হাসান ইমাম
৪ / ১০
গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ চোখে পড়ল কাঁঠালসমেত একটি গাছ। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঠাল পুষ্টিগুণে ভরপুর একটি ফল। ছবিটি মুন্সিগঞ্জের দেওসার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ১০
বাগানবিলাস যেন ডানা মেলেছে। দাসেরকান্দি, খিলগাও, ঢাকা, ২৪ এপ্রিল
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৬ / ১০
লাল টুকটুকে বটের ফল। ছবিটি নওগাঁ সদর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ১০
নীরব, নিস্তব্ধ শান্ত নদী। দূরে নদী যেন আকাশের সঙ্গে মিশে গেছে। মেঘনা ব্রিজ এলাকা, দাউদকান্দি, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৮ / ১০
দীর্ঘ খরার পর হঠাৎ বৃষ্টি পেয়ে আমগুলো বড় হয়ে গেছে। সামনেই জ্যৈষ্ঠ মাস, আকারে তার জানান দিচ্ছে। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর কলেজগেট থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৯ / ১০
মেছড়া ইউনিয়নের মানুষের সিরাজগঞ্জ শহরে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিবার নদী পারাপারে ভাড়া ৪০ টাকা। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে মেছড়া ঘাট থেকে
ছবি: মো. নাজমুল হাসান
১০ / ১০
ফ্রান্সের লুতখোজু শহরের একটি পার্কে বিশ্রামের জায়গা
ছবি: শাহাবুদ্দিন শুভ