পাঠকের ছবি (৫-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
থেমে নেই জীবনের গল্প। ঘিওর বাজার, ঘিওর, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
২ / ১০
‘সময়ের কাছে বন্দী’ একটি নৌকা জোয়ারের অপেক্ষা করছে। মোংলা, পশুর নদীর তীর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: যোসেফ গমেজ
৩ / ১০
শীতের কুয়াশাচ্ছন্ন সকালে, যখন হঠাৎ সূর্যের মিষ্টি হাসি চারপাশ আলোকিত করে। রামপুর, বাঘারপাড়া, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৪ / ১০
দৃশ্যমানতার অভাবে ধীরগতিতে চলছে যানবাহন। ছবিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দিকে তোলা
ছবি: রাজিব কুমার মন্ডল
৫ / ১০
শীতের সকালে ঘাসবনে ফিঙে ধ্যানে। দাশেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি ২০২৫
ছবি: আবদুল্লাহ চৌধুরী
৬ / ১০
হাতে টানা রিকশা। এলিয়ট রোড, কলকাতা, ভারত, ১ জানুয়ারি ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ১০
বাংলাদেশের প্রথম গবেষণা জাদুঘর এটি। জাদুঘরটি রাজশাহী শহরের জাদুঘর মোড়ে অবস্থিত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুশীল পাল
৮ / ১০
লক্ষ টাকা দানের চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম। ডিজিটাল এই যুগে গ্রামগঞ্জে এখনো শুভ হালখাতার এমন আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়। সাহাগোলা, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৯ / ১০
গরুর গোবরের দলা শুকিয়ে ঘুঁটে করা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। দাশেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি ২০২৫
ছবি: আবদুল্লাহ চৌধুরী
১০ / ১০
অপেক্ষার প্রহর, শীতের সকাল। হিজুলিয়া, ঘিওর, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান