পাঠকের ছবি (৩-১২-২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
‘বৃদ্ধ সন্ন্যাসী’। ফাজিলপুর, ফেনী সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিজাম আশ শামস
২ / ৮
গাইবান্ধা শহরে এখনো মৃৎশিল্পকে টিকিয়ে রেখেছেন গুটিকয় মৃৎশিল্পী। মাটির মানুষগুলোর এই যেন আজন্ম মাটি নিয়ে জীবন ও জীবিকা নির্বাহ এবং যাপিত জীবনের পুরো গল্পই যেন মাটিকে নিয়ে। মৃৎশিল্পীরাই যেন বাংলার এই প্রাচীন শিল্পের প্রাণ
ছবি: সোহেল আরমান সুমন
৩ / ৮
কার্তিক মাস থেকেই শীতের জন্য প্রস্তুতি শুরু হয়। এরই মধ্যে কার্তিক মাস শেষ হয়ে অগ্রহায়ণও শেষের দিকে। সকালে ও রাতের শেষ প্রহরে কিছুটা শীত অনুভব হচ্ছে। প্রতিবছরই এ সময়টায় লেপ-তোষকের দোকানে ভিড় বাড়তে থাকে। কিন্তু এ বছর এখনো তেমন ভিড় দেখা যাচ্ছে না। সিলেটে লেপ-তোষকের দোকানগুলোয় যেন ক্রেতার আকাল চলছে
ছবি: জীবন পাল
৪ / ৮
তীব্র শীত না পড়লেও হালকা শীত রয়েছে কলকাতা শহরজুড়ে। একজন মানুষকে কেন্দ্র করে কুকুরগুলো শুয়ে রয়েছে। মানুষটিও বিরক্তবোধ করছে না। মারকুইস স্ট্রিট, কলকাতা, ভারত, ২ ডিসেম্বর।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
সন্ধ্যার মেঘলা আকাশ আর সাগরের ঢেউয়ের সঙ্গে কক্সবাজারের সৈকতে রঙিন তুলার মিষ্টি নিয়ে হাঁটছেন একজন বিক্রেতা। পেছনে সমুদ্রের পাড়ে মানুষের ভিড় এবং নির্জন জলরাশির প্রতিচ্ছবি তৈরি করছে এক অনন্য পরিবেশ
ছবি: মো. নাজমুল হাসান সেখ
৬ / ৮
পৃথিবী সব জীবের জন্য ঘুম আবশ্যক। একমাত্র মানুষই ঘুম নিয়ে অবহেলা করে। অবলা সব প্রাণীই পর্যাপ্ত ঘুমায়। কুকুরটি আয়েশি ভঙ্গিতে ঘুমিয়ে নিচ্ছে। রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
দিনাজপুর অঞ্চলে তীব্র শীতের হাত থেকে রক্ষা পেতে চলছে লেপ তৈরির কাজ। হলদিবাড়ি রেলগেট, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৮ / ৮
অনাথের কেউ নেই। কর্ণফুলী টানেল রোড এলাকা, পতেঙ্গা, চট্টগ্রাম, ২ ডিসেম্বর
ছবি: সোহেল আরমান সুমন