নতুন করে রাস্তা প্রশ্বস্তকরণের কাজ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের আনন্দের অন্ত ছিল না। অনেকেই রাস্তাটি মহাসড়কের সঙ্গে তুলনা করেছেন, করছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে রাস্তার কাজ। কিন্তু কাজ শেষ হতে না হতেই দুই পাশ দখলে নিয়েছে জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, মোটরসাইকেলসহ নানা যানবাহন। বলা চলে একরকম অস্থায়ী পার্কিং জোন হিসেবে গড়ে তোলা হয়েছে রাস্তাটি। এ কারণে দুটি গাড়ি একসঙ্গে চলাচল করলেই মাঝেমধ্যে যানজট সৃষ্টি হতে দেখা যায়। যে দৃশ্য দেখে সাধারণ মানুষ একরকম আশাহত। এসব যানবাহন রাস্তার পাশে এভাবে দাঁড় করানো না থাকলে পুরো রাস্তার দৃশ্যই পাল্টে যেত বলে মনে করছেন অনেকে। ২৭ জুন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোড এলাকা থেকে ছবিটি তোলাছবি: জীবন পাল