পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
লাইট রেল তুলনামূলকভাবে দ্রুততম গতির ও কার্যকর যোগাযোগব্যবস্থা। এটি অনেকটা পুরোনো আমলের ট্রাম যোগাযোগের আধুনিক সংস্করণ। অন্যান্য গণযোগাযোগ–ব্যবস্থার তুলনায় কম পরিবহন ব্যয়, সময় নিয়ন্ত্রণ, আরামদায়ক হওয়ার কারণে বিশ্বের বড় শহরগুলোয় এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার সিডনির মূল শহরের বাইরেও এটি চালু হচ্ছে। পারামাটা লাইট রেল পরীক্ষামূলকভাবে চলা শুরু করেছে। ছবিটি ২৭ জুন ওয়েস্টমিড হাসপাতালের সামনে থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৭
ব্যস্ত ঢাকার রক্তিম সৌন্দর্য। ছবিটি ২৬ জুন তোলা
ছবি: মুনতাসির কবির প্রান্ত
৩ / ৭
পুরোনো নৌকা মেরামতের কাজ চলছে! ছবিটি রাজশাহী পদ্মাপাড়ের চর মাঝারদিয়ার এলাকা থেকে সম্প্রতি তোলা। চর মাঝারদিয়ার, রাজশাহী
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি মাজারের কচ্ছপগুলোকে নিয়ে নানান কথা প্রচলিত আছে। দর্শনার্থীরা তাই কচ্ছপগুলোকে নিজ হাতে খাওয়ানোর চেষ্টা করেন। খাওয়ানো শেষে তেমনই একটি কচ্ছপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটি শিশু। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইয়াসির আরাফাত বর্ণ
৫ / ৭
নতুন করে রাস্তা প্রশ্বস্তকরণের কাজ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের আনন্দের অন্ত ছিল না। অনেকেই রাস্তাটি মহাসড়কের সঙ্গে তুলনা করেছেন, করছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে রাস্তার কাজ। কিন্তু কাজ শেষ হতে না হতেই দুই পাশ দখলে নিয়েছে জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, মোটরসাইকেলসহ নানা যানবাহন। বলা চলে একরকম অস্থায়ী পার্কিং জোন হিসেবে গড়ে তোলা হয়েছে রাস্তাটি। এ কারণে দুটি গাড়ি একসঙ্গে চলাচল করলেই মাঝেমধ্যে যানজট সৃষ্টি হতে দেখা যায়। যে দৃশ্য দেখে সাধারণ মানুষ একরকম আশাহত। এসব যানবাহন রাস্তার পাশে এভাবে দাঁড় করানো না থাকলে পুরো রাস্তার দৃশ্যই পাল্টে যেত বলে মনে করছেন অনেকে। ২৭ জুন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোড এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৬ / ৭
উৎসবে–পার্বণে বাঙালি নিজেকে রাঙায় মেহেদির রঙে। মেহেদিপাতা সবাই চিনলেও মেহেদিগাছের ফুল হয়তো সবাই চিনি না। বাপবিবো কেন্দ্রীয় পণ্যাগার, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এম. এ. মাসুদ
৭ / ৭
আকাশে কালো মেঘের ঘনঘটা। যেকোনো সময় নামবে ঝুম বৃষ্টি। তাই দ্রুত নামানো হচ্ছে কাঁঠাল। গ্রামের বিভিন্ন বাজার থেকে এভাবেই কাঁঠাল আসছে ঢাকায়। সাদেক খান কৃষি মার্কেট, রায়েরবাজার, ২৮ জুন, ঢাকা
ছবি: মেজবাহ উদ্দিন আহমদ