পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
ডিঙিনৌকাটি যেন বর্ষার দিন গুনছে, মুক্তির দিন গুনছে। দাসেরকান্দি, খিলগাঁও, ঢাকা, ১৪ এপ্রিলছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
২ / ৭
একসময়ের প্রমত্ত ধলেশ্বরী নদীর বুকজুড়ে বিশাল চর পড়েছে। ছবিটি মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের কাছ থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
ইছামতী নদীর তীরে প্রকৃতির কোলে গড়ে উঠেছে গ্রামীণ বাঁশের হাট। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান হাট থেকে সম্প্রতি তোলাছবি: হাজী মো. রাসেল ভূইয়া
৪ / ৭
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। গতকাল রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠানছবি: সাদী মো. হিমেল
৫ / ৭
এটি ধলেশ্বরী-ইছামতী নদীর মোহনা। খনন করে স্রোতস্বিনী নদীটি সচল করার কথা ছিল। কিন্তু খননকৃত মাটি ধলেশ্বরীর মাঝখানে ফেলে নদীর এক-তৃতীয়াংশ ভরাট করে ফেলা হয়েছে। তাই প্রমত্ত ধলেশ্বরী নদীর মোহনাটি এখন সরু খালে পরিণত হয়েছে। এভাবেই ড্রেজিংয়ের খননকৃত মাটি অপরিকল্পিতভাবে ফেলে দেশের নদ-নদীগুলোর ভয়াবহ সর্বনাশ ডেকে আনছে। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
প্রকৃতিতে গ্রীষ্ম ঋতুর এক অনন্য উপহার হলো সূর্যমুখী। ছবিটি সম্প্রতি তোলা। মোহনপুর, রাজশাহীছবি: খন্দকার শাকিল হোসাইন
৭ / ৭
অস্তমিত সূর্যের কাছে নাগরিক উচ্ছ্বাস। পতেঙ্গা সৈকত, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: রাজু বড়ুয়া