পাঠকের ছবি (৫-৪-২০২৫)

১ / ৫
সন্ধ্যার পর পরই আশেপাশের এলাকার সনাতনধর্মাবলম্বীরা একে একে জড়ো হতে থাকেন এখানে। একপাশে নারীরা, অন্যপাশে পুরুষ। মাঝখানে গীতা পাঠক। যত সময় গীতা পাঠ চলে ততক্ষণ মনোযোগ দিয়ে এই ধর্মীয় আলোচনা শুনতে থাকেন সবাই। শুক্রবার সন্ধ্যায় সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার 'নির্বাক আশ্রম'র দৃশ্য এটি
ছবি: জীবন পাল
২ / ৫
ঈদের ছুটি শেষ। তাই কর্মব‍্যস্ত মানুষের নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরার তাগিদ। পুরোদমে যানবাহন চালু না হওয়ায় উপচে পড়া ভীড় নির্দিষ্ট কয়েকটি বাস কাউন্টারে। চৈত্রের গরমে যাত্রী চাপের পাশাপাশি ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে গুলিস্থান যাওয়ার যাত্রীদের এ যেন বাড়তি ভোগান্তি। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুর বাস কাউন্টার থেকে তোলা ছবি।
ছবি: পর্ণা দত্ত
৩ / ৫
বন ও জংগলের কাব্য : ভাঁটফুল। কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : রবিউন নাহার তমা
৪ / ৫
লুই আই কানের জীবন সেরা শিল্প কর্ম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন সভা। যেখানে জনতার ভাগ্য নির্ধারণ হয়। জাতীয় সংসদ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৫
মানুষ ইচ্ছে করলেই প্রকৃতির সাথে মিলে মিশে থাকতে পারে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়ার অন্যতম বড় উন্মুক্ত কিন্তু আচ্ছাদিত পাখির উদ্যান। এই উদ্যান মনে করিয়ে দেয় মানুষের সাথে প্রকৃতির কোনো বিরোধ নেই।দর্শনীর বিনিময়ে বয়স নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। এখানে প্রকৃতির সব সন্তান পাখি, মানুষ একসাথে হাঁটতে পারে, উপভোগ করতে পারে চমৎকার সময়। কুয়ালালামপুর, মালয়েশিয়া, ২ এপ্রিল ২০২৫
ছবি: মায়া আলমগীর