পাঠকের ছবি (১১-০২-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক গুলিস্তানের বেদখল হওয়া ফুটপাত। সরকার যায়, সরকার আসে। নানা পটপরিবর্তনেও টিকে যায় গুলিস্তানের দখলদার সিন্ডিকেট। মেগা সিটি ঢাকাও যেন অসহায় এই সিন্ডিকেটের দাপটে। যেন দেখার কেউ নেই। জনগণের জন্য কোথাও কেউ নেই। গুলিস্তান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৮
বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকাও কম নয়। একদল প্রাণোচ্ছল শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পন্ন হয় অত্যন্ত সুন্দরভাবে। মিরপুরের জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫–এর একফাঁকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৮
মাথায় বুদ্ধি থাকলে যে মাটিতে ভাত খেতে হয় না, তার বাস্তব উদাহরণ দেখা গেল এই গরুর মালিকের কাছে। গরুর খাবারের পাত্র কিনতে পারেননি, তাতে কী হয়েছে! গরুর খাবারের সুন্দর একটা পরিবেশ করেছেন বস্তা দিয়ে। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৪ / ৮
নৈসর্গিক সুন্দর প্রকৃতি। উষ্ণ রোদে আলতো মৃদু শীতল হাওয়া। অতিথি পাখির উড়ে যাওয়া আর প্রচলিত নৌযানের ইঞ্জিনের পরিচিত শব্দ। অপূর্ব এক মেঘনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
তারুণ্যের উচ্ছ্বাস, জীবনের পথচলা। স্বপ্নের পথে ভারসাম্য রেখে এগিয়ে চলার গল্প। ছবিটি যশোরের মেহেরুল্লাহ নগর ট্রেন স্টেশন এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
৬ / ৮
সূর্যাস্ত মানে বিদায় নয়; বরং একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। টেকনাফ-সেন্ট মার্টিন থেকে সম্প্রতি তোলা
ছবি: এ বি এম সিয়াম আহমেদ
৭ / ৮
২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গবিসাস। ধারাবাহিকতা বজায় রেখে পথচলার এক যুগ পূর্ণ করল সংগঠনটি। ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিকেলে হয় নানা আয়োজন
ছবি: সানজিদা জান্নাত
৮ / ৮
কাটা মেহেদির গাছ দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র। ব্র্যাক লার্নিং সেন্টার, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী