ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক গুলিস্তানের বেদখল হওয়া ফুটপাত। সরকার যায়, সরকার আসে। নানা পটপরিবর্তনেও টিকে যায় গুলিস্তানের দখলদার সিন্ডিকেট। মেগা সিটি ঢাকাও যেন অসহায় এই সিন্ডিকেটের দাপটে। যেন দেখার কেউ নেই। জনগণের জন্য কোথাও কেউ নেই। গুলিস্তান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ