পাঠকের ছবি (৩-২-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
ঘন কুয়াশার খুব সকালে সবজির মাঠ থেকে ঝুড়িভর্তি লাউ ও ফুলকপি মাথায় চাপিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন দুই সবজিচাষি। ছবিটি যশোরের আবদুরপুর বাজারসংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
২ / ৯
শৈশবের স্মৃতিতে ফেরে স্বপ্নের ঘুড়ি। নগরজীবনের কংক্রিটের দেয়াল ভেদ করে এক টুকরা আকাশ ছুঁতে চাওয়া এই মানুষটি হয়তো স্মরণ করছেন তাঁর শৈশবের সেসব দিন, যখন বন্ধুদের সঙ্গে মিলিয়ে আকাশ রঙিন করতেন ঘুড়ির লাটাইয়ের টানে। আজ, জীবনের ব্যস্ততা ও দায়িত্বের ভারেও তিনি খুঁজে নিয়েছেন এক ফাঁকা মুহূর্ত, নিজেকে নতুন করে ফিরে পাওয়ার জন্য। তেজগাঁও। ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: যোসেফ গমেজ
৩ / ৯
শীতে বাহারি রঙের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। আর এই শীতকালে রাজধানীর পথে পথে, অলিগলিতে সকাল থেকে রাত অবধি ফুলগাছ ফেরিওয়ালাদের দেখা মেলে। ভ্যানে বিক্রির জন্য প্রদর্শিত বাহারি জাতের ও রঙের এসব ফুলগাছ ক্রেতাদের আকৃষ্ট করে। ফুলগাছ ফেরিওয়ালাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুমে ভ্যানে ফেরি করে ফুলগাছের বেচাবিক্রি বেশ ভালো হয় এবং লাভবান হন তারা। মৌচাক মার্কেট গলি, সিদ্ধেশ্বরী, ঢাকা, ৩ ফেব্রুয়ারি
ছবি: বিপ্লব সাহা মুন্না
৪ / ৯
সূর্যাস্ত উপভোগ করার জন্য কক্সবাজার একটি সেরা জায়গা। বিশাল সাগরের বুকে ক্ষণিকের ডুবন্ত সূর্যের দৃশ্য ভ্রমণপিপাসুদের ক্লান্তি দূর করে। ছবিটি সম্প্রতি তোলা। লাবণী পয়েন্ট, কক্সবাজার
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৯
চা মানে বন্ধুদের জমে থাকা বহুদিনের গল্প। ধানমন্ডি ২৭, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৬ / ৯
নব্বই দশকের জনপ্রিয় খেলা সাতচারা। স্মার্টফোন আর ইন্টারনেটে আসক্ত বর্তমান প্রজন্মের ছেলে- মেয়েরা কোনদিন হয়তো জানতেও পারবে না, কতটা আনন্দময় ছিল স্মার্টফোনবিহীন ছেলেবেলার দিনগুলো। মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জহিরুল ইসলাম
৭ / ৯
কক্সবাজারের বাকঁখালী নদীতে নোঙর করেছে সমুদ্র থেকে ফিরে আসা মাছ ধরা ট্রলার। উড়ে বেড়াচ্ছে গাঙচিল। ফিশারি ঘাট, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৯
আমের মুকুলের ম ম গন্ধে মুখরিত চারদিক। নগরপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারি
ছবি: রাসেল আহমেদ
৯ / ৯
মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। আমিনবাজার, ঢাকা–আরিচা মহাসড়ক। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্রবীর পাল