শীতে বাহারি রঙের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। আর এই শীতকালে রাজধানীর পথে পথে, অলিগলিতে সকাল থেকে রাত অবধি ফুলগাছ ফেরিওয়ালাদের দেখা মেলে। ভ্যানে বিক্রির জন্য প্রদর্শিত বাহারি জাতের ও রঙের এসব ফুলগাছ ক্রেতাদের আকৃষ্ট করে। ফুলগাছ ফেরিওয়ালাদের সঙ্গে কথা বলে জানা যায়, শীত মৌসুমে ভ্যানে ফেরি করে ফুলগাছের বেচাবিক্রি বেশ ভালো হয় এবং লাভবান হন তারা। মৌচাক মার্কেট গলি, সিদ্ধেশ্বরী, ঢাকা, ৩ ফেব্রুয়ারিছবি: বিপ্লব সাহা মুন্না