পাঠকের ছবি (৪ আগস্ট ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
বৃষ্টি, অভাব আর চায়ের আড্ডা। সৈনিক ক্লাব, ঢাকা। ছবিটি তোলা
ছবি: যোসেফ গমেজ
২ / ৮
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাঁশ ও বেতের তৈরি হরেক রকমের সামগ্রী বানিয়ে বিক্রি করছেন আলাউদ্দিন। তবে বর্তমানে ক্রেতার অভাবে দিন দিন কমছে বিক্রি, টিকে থাকতে লড়াই করছেন এই দেশীয় কারিগর। হারেচ চৌধুরী বাজার এলাকা, সুবর্ণচর, নোয়াখালী, ৪ জুলাই
ছবি: সূর্য দাস
৩ / ৮
এই দৃশ্যটি কোন ময়লার ভাগাড়ের নয়। এটি মুন্সিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনের চারতলার সিঁড়ির সামনের দৃশ্য। হাসপাতালটি পরিচালনার জন্য নেই কোনো দক্ষ প্রশাসন। তাই তো এমন ময়লার ভাগাড়ের দৃশ্য রোগীদের দেখতে হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৪ / ৮
বৃষ্টি হয়ে গেছে। কর্দমাক্ত মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে কিশোরেরা। সে খেলা দেখতে মনোযোগী দর্শকের অভাব নেই। খুদে একজন দর্শক খেলা দেখায় মশগুল। শহীদ স্মৃতি স্কুল মাঠ, বাগবাড়ী, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৫ / ৮
শেষ বিকেলের দৃশ্য। কীর্তন খোলা নদী, দপদপিয়া সেতু, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সবুজ
৬ / ৮
সূর্যাস্তের অপরূপ দৃশ্য। ভীমকাঠী গ্রাম, নাজিপুর, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সবিতা ব্যাপারী টিপু
৭ / ৮
একদিন এমন পৃথিবী হোক, যখন বয়োবৃদ্ধ ব্যক্তিরা কাজের চাপে ন্যুব্জ হবেন না। এ পৃথিবী শিশু আর বৃদ্ধদের জন্য স্বর্গ হোক। বাকিরা সে স্বর্গ রচনা করবেন
ছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৮
সূর্যাস্ত, ঝাউবন, কুয়াকাটা সমুদ্রসৈকত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সবিতা ব্যাপারী টিপু