দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাঁশ ও বেতের তৈরি হরেক রকমের সামগ্রী বানিয়ে বিক্রি করছেন আলাউদ্দিন। তবে বর্তমানে ক্রেতার অভাবে দিন দিন কমছে বিক্রি, টিকে থাকতে লড়াই করছেন এই দেশীয় কারিগর। হারেচ চৌধুরী বাজার এলাকা, সুবর্ণচর, নোয়াখালী, ৪ জুলাইছবি: সূর্য দাস