পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
জীবন ও জীবিকা। মাছ ধরতে যাওয়ার জন্য ছুটে চলা। মেঘনা নদী, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: প্রেম চান্দ
২ / ৯
শীতের শেষ ও গ্রীষ্মের আগমনী সময়ই বসন্তকাল। অনাবৃষ্টি ও খরায় দেশের বিভিন্ন স্থানের পথঘাটের চারপাশ যেন ধুলায় মাখামাখি। তেমনি একটি দৃশ্য, মালবাহী ট্রাকের চলার পথে ধুলায় অন্ধকার পুরো আধা পাকা সড়ক। ছবিটি গত রোববার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুঁচিয়া মোরা কলেজ গেট এলাকা থেকে তোলাছবি: এস এম আবদুস সামাদ
৩ / ৯
ধানের জমির পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে কৃষকের উপকার করে পাখি। রংপুর, ১২ ফেব্রুয়ারিছবি: রাকিন জহির
৪ / ৯
সঙ্গীর সঙ্গে উড়ে যাচ্ছে এক জোড়া সাদা বক। কী মনোমুগ্ধকর দৃশ্য। কর্ণফুলী নদী, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: তারানা তানজিনা মিতু
৫ / ৯
জীবন যেখানে যেমন। কাজের ফাঁকে আহার সেরে নেওয়া। বাজিতপুর , কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারিছবি: প্রেম চান্দ
৬ / ৯
এখন বসন্ত। গাছে ফুটেছে রক্তলাল শিমুল ফুল। ইছাখালী ভাঙ্গা সেতু, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২০ ফেব্রুয়ারিছবি: রাসেল আহমেদ
প্রতিবছর অন্যান্য দেশের মতো কুয়েতেও প্রবাসী বাংলাদেশিরা পরিবার–পরিজন নিয়ে বসন্ত উৎসব আয়োজন করেন। গত শুক্রবার কুয়েতের রওদা পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক প্রবাসী পরিবার–পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। প্রায় ৪০-৫০ রকমের পিঠা ছিল আয়োজনে। খেলাধুলার ব্যবস্থাও ছিলছবি: মোশারফ হোসেন
৯ / ৯
সম্মিলিত প্রচেষ্টায় ভালো থাকা। বাবা, মা ও ছেলে সাইকেলে করে বাড়িতে মাটি নিয়ে যাচ্ছেন। হুমায়ুনপুর হাওর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি।ছবি: প্রেম চান্দ