পাঠকের ছবি

১ / ৭
এই তো জীবন। অদম্য কর্মশক্তির ফলে জীবন থমকে থাকে না, এমনটাই জানান মো. আল-আমিন। তাঁর বাড়ি ময়মনসিংহের একটি গ্রামে। অর্থের অভাবে নিজ ভূমি ছেড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আনাচকানাচে ভাসমান দোকান চালিয়ে জীবন ও জীবিকা নির্বাহ করছেন। সারা দিনের খাটুনি শেষে হাজারখানেক টাকা আয় হয় তাঁর। এতে কষ্টকে কষ্ট মনে হয় না। তিনি সোনারগাঁ পৌরসভায় থাকেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মহসীন
২ / ৭
বুড়িগঙ্গা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌহিদুল ইসলাম
৩ / ৭
সিডনির প্রাণকেন্দ্র সার্কুলার কিয়েতে অবস্থিত ‘মিউজিয়াম অব কনটেমপোরারি আর্টস’। ঠিক তার সামনেই অবস্থিত ‘সিক্রেট ওয়ার্ল্ড অব আ স্টারলিট এম্বার’, যার বাংলা করলে দাঁড়ায় জ্বলন্ত তারকারাজি। উপবৃত্তাকার স্থাপনাটি থেকে রাতের বেলায় আসলেই অজস্র তারকা জ্বলে ওঠে। অপেরা হাউস এবং হারবার ব্রিজ ছাড়াও সার্কুলার কিয়েতে বেড়াতে আসা পর্যটকদের এখন বাড়তি আকর্ষণ এ জ্বলন্ত তারার মেলা। ছবিটি ২৫ আগস্ট রাতে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৪ / ৭
প্রথম দেখে যে কারও মনে হতে পারে এগুলো রাজহাঁসের ডিম। আসলে এগুলো কুমিরের ডিম। কুমির ডিম দেওয়ার আগে মাটিতে গর্ত করে। সেই গর্তে ডিম পাড়ে। ডিমগুলো পানিভর্তি স্বচ্ছ বয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার রেপটাইলস ফার্ম লিমিটেড থেকে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
৫ / ৭
পরিবারের বড়দের একটু সহযোগিতা করার চেষ্টা। ছবিটি নওগাঁ সদর থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৬ / ৭
মেঘের প্রতিচ্ছবি পুকুরে। দাগনভূঞা, ফেনী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌহিদুল ইসলাম
৭ / ৭
অস্ট্রেলিয়ায় বসন্ত। মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ২৭ আগস্ট
ছবি: শায়লা জাবীন