এই তো জীবন। অদম্য কর্মশক্তির ফলে জীবন থমকে থাকে না, এমনটাই জানান মো. আল-আমিন। তাঁর বাড়ি ময়মনসিংহের একটি গ্রামে। অর্থের অভাবে নিজ ভূমি ছেড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আনাচকানাচে ভাসমান দোকান চালিয়ে জীবন ও জীবিকা নির্বাহ করছেন। সারা দিনের খাটুনি শেষে হাজারখানেক টাকা আয় হয় তাঁর। এতে কষ্টকে কষ্ট মনে হয় না। তিনি সোনারগাঁ পৌরসভায় থাকেন। ছবিটি সম্প্রতি তোলাছবি: মোহাম্মদ মহসীন