পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার বৃষ্টি ঝরেছে রাজধানীতে। এর ফলে রাজধানীর কিছু কিছু এলাকায় পানি জমে যায়। মালিবাগের একটি রাস্তায় পানি এখনো নামেনি। ছবিটি ২৮ মে দুপুরের দিকে তোলা।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৭
সবুজের ফাঁকে মেঘাচ্ছন্ন আকাশ, ঝড়ের পূর্বাভাস। লাভ রোড, মিরপুর-২, ঢাকা, ২৬ মে
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৭
তবুও জীবন থেমে নেই। ঝড়বৃষ্টি উপেক্ষা করে মানুষ চলছে কর্মের তাগিদে। শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, ঢাকা, ২৭ মে।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৭
অফিসের জানালা থেকে রিমালের আগমনী বার্তা। কাঁঠালী, ভালুকা, ময়মনসিংহ, ২৭ মে।
ছবি: মাসুদ চৌধুরী
৫ / ৭
নদীতীরে সূর্যাস্তের সৌন্দর্য বহুমাত্রিক। প্রতিটি সূর্যাস্ত একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। ছবিটি রাজধানীর মিরপুর বেড়িবাঁধ–সংলগ্ন তুরাগ নদীর পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: মৌবিন আক্তার মৌরি
৬ / ৭
ব্যাচভিত্তিক সংগঠন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সব স্কুলের এসএসসি ৯৭ ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলেও ২০২১ সালে গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২৪ মে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন
ছবি: মো. আরিফউল্লাহ
৭ / ৭
ঘূর্ণিঝড় রিমালের কারণে বরিশাল সিটি ৩০ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল। জনজীবনে নেমে এসেছিল দুর্ভোগ। বিদ্যুৎ না থাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। বরিশাল সিটি করপোরেশনের পানির ট্যাংক থেকে খাবার পানি সংগ্রহ করছেন অনেকে। বি এম কলেজ মসজিদ গেট, বরিশাল সদর, ২৮ মে
ছবি: কামরুল হাসান