পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
পর্যটকেরা। দেবতাখুম, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নওসাদ আল সাইম
২ / ৯
দিনের প্রতিটি মুহূর্তে পাখির কলতানে মুখর হয়ে ওঠে চারদিক। হাকালুকি হাওর এলাকায় হাল্লা গ্রামের মনোহর আলী মাস্টারের পতিত বাড়িতে বসেছে পাখির মেলা। এবারই প্রথম নয়। অনেক বছর ধরেই বাড়িটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। পাখির উপস্থিতির কারণে এলাকায় বাড়িটির পরিচিতিও এখন ‘পাখি বাড়ি’ নামে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাহাবুদ্দিন শুভ
৩ / ৯
জামরুলগাছে ফুল আসা শুরু করেছে। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৪ মার্চ
ছবি: মো. ফরহাদুজ্জামান
৪ / ৯
ব্যস্ত শহর ছেড়ে উপবন এক্সপ্রেস চলছে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে। চাঁদের আলো ট্রেনের জানালা দিয়ে যত দূর চোখ যায়, তত দূর নিবিড় ঘন বন দেখা যায়। তন্দ্রাচ্ছন্ন চোখে মধ্যরাতের ট্রেনে মায়ের পাশে বস্তায় হাটু গেঁড়ে বসে আছে এক শিশু। ছবিটি ১৩ মার্চ রাতে তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৫ / ৯
সমুদ্রে মাছ শিকারের জন্য প্রস্তুত নৌকা ও ট্রলার। ছবিটি ভোলার চরফ্যাশন থেকে সম্প্রতি তোলা
ছবি: হাসান মাহমুদ শুভ
৬ / ৯
দ্বিতীয় রমজানের চাঁদ। রমজান মাসের শুরুতেই অনেকে বাড়িতে আলোকসজ্জা করে থাকেন। সিডনির মিন্টো সাবার্বের এমনই একটি বাড়ির মাথায় উঠেছে রমজানের চাঁদ। প্রথম দিন খালি চোখে দেখা যায়নি। দ্বিতীয় রমজানের চাঁদ বলে পুরুত্ব একটু বেশি। রমজান মাসের রোজা আমাদের আলোকিত মানুষ হওয়ার শিক্ষা দিক। ১৪ মার্চ
ছবি: ইয়াকুব আলী
৭ / ৯
বসন্তের বিকেলে ফিঙে ও ছাগলের সখ্য। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৪ মার্চ
ছবি: মো. ফরহাদুজ্জামান
৮ / ৯
পাহাড়ের চূড়া থেকে সূর্য যেন হেলে পড়েছে সাগরের দিকে। ছবিটি ১১ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে তোলা
ছবি: সূর্য দাস
৯ / ৯
বসন্তের শহরে শিমুল আর কৃষ্ণচূড়ার সঙ্গে, রঙের ছড়াছড়িতে মেতেছে বাগানবিলাস। বাড়ির আঙিনা কিংবা প্রিয় ক্যাম্পাসের সৌন্দর্য কয়েক গুণ বাড়াতে বাহারি বাগানবিলাস যেন রঙিন করে দিয়েছে পুরো শহরটাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তানজিলা রুমা