কমছে পদ্মার পানি। খরস্রোতা পদ্মায় সূর্যের আলো পড়ে চিকচিক করছে বালু। মাঝখানে খালের মতো বয়ে চলেছে প্রমত্ত পদ্মা। এটিই হয়ে উঠেছে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের জায়গা। এই সুযোগকে কাজে গিয়ে স্থানীয় লোকজন তাঁদের জীবিকা নির্বাহ করছেন। ছোট, মাঝারি আকৃতির নৌকায় এপার-ওপার করে চলছে তাঁদের রোজগার। প্রাকৃতিক এ সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে সবার মধ্যে। পদ্মার পাড়, রাজশাহী, ২৮ নভেম্বরছবি: বদরুল ইসলাম জামিল