পাঠকের ছবি

১ / ৭
প্রযুক্তি মানুষের জীবন যেমন বদলে দিয়েছে, তেমনি বদলে দিয়েছে শিশুদের খেলাধুলাও। যে বয়সে প্রচলিত কোনো খেলা খেলার কথা, সে বয়সে মুঠোফোনে লুডু খেলা নিয়ে মগ্ন। ছবিটি গত বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের একটি শিমখেত থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–ঘেঁষা চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত করা হচ্ছে না। জালালাবাদ গ্যাস কোম্পানির শেষ মাথা থেকে ফুলছড়া চা–বাগান বাজারের সম্মুখ অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে
ছবি: জীবন পাল
৩ / ৭
মধ্যাহ্নের তপ্ত দুপুরে বিশ্রামের জন্য গরুর পালের বাথানে ফেরা। শাহজাদপুর, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আকাশ কুমার সাহা
৪ / ৭
লাল লাল ফুলে সেজেছে পলাশগাছ। পলাশের ডালে বসে কোকিল ডেকে যায়। কী অপরূপ!  প্রকৃতির এই বাসন্তী রূপ ভারতের রাজধানী নয়াদিল্লির। লাজপত নগর, রেললাইন, নয়াদিল্লি, ভারত
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৭
শীত শেষে অতিথি পাখি আপন ঠিকানায় ফিরে যায়। তারপরও কিছু পাখির কলকাকলিতে মুখর থাকে দেশের কিছু এলাকা। ছবিটি গত মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি এলাকা থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৬ / ৭
চিরচেনা সাধারণ দৃশ্যপট। একজন নাপিত দাঁড়ি কেটে দিচ্ছেন। বাংলাদেশের অনেক হাটবাজারে দেখা যায়। কিন্তু, এ দৃশ্য ভারতের পিংক সিটি থেকে তোলা। বড় চোপার, জয়পুর, রাজস্থান, ভারত
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৭
গ্রামীণ পরিবেশের ছবি। ৩০ ফুট, বেরাইদ, বাড্ডা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শফিক খান