পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
বালুভর্তি বলগেট ছুটে চলেছে রাজধানীর দিকে। ছবিটি সম্প্রতি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত মুক্তারপুর ব্রিজ থেকে তোলা। ধলেশ্বরী নদী, মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ
ছবি: মো. রায়হানুল হক
২ / ৭
সূর্যাস্তের রঙে রাঙানো সন্ধ্যার এক খণ্ড মায়া। খাগান, বিরুলিয়া, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: স্বাধীন খন্দকার
৩ / ৭
বেঁচে থাকার আশায় আজও অপেক্ষায়। সংসদ ভবন, ঢাকা, ১৫ আগস্ট
ছবি: জাহিদা আক্তার
৪ / ৭
প্রায় দুই বছর ফেলে রাখা ভাঙা রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচলকারীদের মনে এ দৃশ্য দেখে যেন শান্তি ফিরে এসেছে। কেননা দীর্ঘ সময় ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগের শিকার আশপাশের এলাকার মানুষ। বিশেষ করে উপজেলা হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা এটি হওয়ায় রোগীদের অবস্থা ছিল শোচনীয়। তাই সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান সাধারণ মানুষের। ১৭ আগস্ট সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাসপাতাল ও জালালাবাদ গ্যাসফিল্ড–সংলগ্ন রাস্তা থেকে তোলা ছবি
ছবি: জীবন পাল
৫ / ৭
ময়ূর পুষে নয়ন ভরে দেখার সৌভাগ্য হয় না আমাদের, কিন্তু ইচ্ছা করলে গাছ লাগিয়ে সেটি ময়ূরের আকৃতি দিয়ে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে চোখ ভরে দেখতে পারি। ছবিটি দিনাজপুর সদরের একটি বেসরকারি অফিস থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৬ / ৭
গোলাপ ফুল বলতেই সবার অন্তরে ভেসে ওঠে প্রেয়সীর কথা। সেই গোলাপ ফুলের ফল হয়, এটা অনেকেরই অজানা। সম্প্রতি গোলাপ ফুলের ফলের দেখা পেলাম দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে
ছবি: মো. আইয়ুব আলী
৭ / ৭
সবুজ মানে চোখের শান্তি, মনের প্রশান্তি..! কাউন্দিয়া, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা