পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় ফল কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল ভালো হয়। শিল্পায়নের ছোঁয়ায় ফল ও ফসলি জমি কমলেও এখনো এ অঞ্চলে কাঁঠাল চাষ হয় ব্যাপকভাবে। ছবিটি সম্প্রতি ভালুকা উপজেলার বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ মে তোলা
ছবি: সফিউল্লাহ লিটন
২ / ৬
নীরবতায় বনের মধ্যে, পাতাগুলো বাতাসের সুরে নাচে, প্রকৃতির সুমেরে একটি চিত্র চিত্রিত হয়। ইসিবি বোট ক্লাব, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অনন্ত স্নিগ্ধা রহমান
৩ / ৬
সবুজ পাতা ছাপিয়ে সোনালি রঙের ফুলে সেজেছে সোনালুগাছ। প্রতিটি গাছের গা থেকে যেন হলুদ ঝরনা নেমে এসেছে। ৫ নম্বর সুজালপুর, বীরগঞ্জ উপজেলা, দিনাজপুর, ১৫ মে
ছবি: প্রদীপ রায় জিতু
৪ / ৬
গাছে গাছে জাতীয় ফল কাঁঠাল। ছবিটি নওগাঁ সদর ফতেপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৫ / ৬
গাছের ডালে ডালে জাম্বুরার সমারোহ। তিতুমীর কলেজ, ঢাকা, ১৫ মে
ছবি: শফিক খান
৬ / ৬
নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি আমগাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় আম। ছবিটি নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: নাজমুল হক নাহিদ