পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
‘শুকনায় পাও বর্ষায় নাও’। হাওরের জীবনাচার, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
২ / ৮
ব্রহ্মপুত্র নদের পাড়ে। কৃষি বিশ্ববিদ্যালয় ঘাট, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মফিজুল হক
৩ / ৮
হাওরে থেমে নেই শিক্ষা কার্যক্রম। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
৪ / ৮
হাওরের পাশেই পোয়ালপালা। পাটলীঘাট, বাজিতপুর, কিশোরগঞ্জ, ৫ জুলাই
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
হাওরে জীবিকা, পিতা, পুত্র ও কন্যা। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়
৬ / ৮
‘স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট গ্র্যাজুয়েট তৈরি’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন
ছবি: জান্নাতীন নাঈম জীবন
৭ / ৮
উত্তরার দিয়াবাড়ির কায়াকিং স্পটটির জনপ্রিয়তা বাড়ছে। অলস বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় লেকের জলে ভেসে বেড়ানো ও মেট্রোরেলের ছুটে যাওয়ার দৃশ্য, সব মিলিয়ে মন ও চোখ দুইয়ের জন্যই জায়গাটি অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। উত্তরা দিয়াবাড়ি, উত্তরা সেন্টার মেট্রোরেল–সংলগ্ন, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
জীবন এখানে সুন্দর। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: পুলক দত্ত রায়