পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে

১ / ৭
ভ্রাম্যমাণ ফুচকা বিক্রেতা ছুটে চলেছেন। পরিবারের মুখে হাসি ফোটাতে এভাবেই রোজ ছুটে যান পাড়া-মহল্লায়, অলি-গলিতে, পথে-ঘাটে, ফুটপাতে। রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ এভিনিউ থেকে সম্প্রতি তোলা ছবি।
ছবি: সাজ্জাদুর রহমান
২ / ৭
সারা দেশে চলছে বোরো ধান কাটা পর্ব। এবার ফলনও ভালো। আবহাওয়া রৌদ্রময় হওয়ায় কাটা-মাড়াই করতে চাষিদের ঝক্কিঝামেলা কম হচ্ছে। এ সময় এলাকাভিত্তিক শ্রমিকসংকট দেখা দেওয়ায় কৃষকদের সব সময় বিপাকে পড়তে হয়। তবে ধান কাটার মৌসুমে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব এ কাজের সহযোগিতায় এগিয়ে আসার রেওয়াজও রয়েছে গ্রামবাংলায়। এ সময় আত্মীয়স্বজনের সৌজন্যে চলে পিঠাপুলির আয়োজনও। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলের পাশে নরুন গ্রামের বাতান আটিপাড়ায় ধান কাটা চলছে। দুই বন্ধু বেড়াতে এসে ধান কেটে দিচ্ছেন। ছবিটি ২২ এপ্রিল তোলা।
ছবি: কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু
৩ / ৭
সবুজ মাঠের মধ্যে দাঁড়িয়ে এক গুচ্ছ কচুগাছ। ছবিটি সম্প্রতি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাপ আদর্শ গ্রাম মাঠ থেকে তোলা।
ছবি: শাহাবুদ্দিন শুভ
৪ / ৭
গ্রামবাংলার অপরূপ দৃশ্য! কালুখালী, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবু সাইদ
৫ / ৭
কেশরাজ বা কেশরী ফিঙে। সাধারণ ফিঙের থেকে আকারে বড় এই পাখি দেখা যায় গভীর অরণ্যে। সূর্যের আলোতে এর গায়ের রং চকচক করে। রংপুর, ১৯ এপ্রিল।
ছবি: রাকিন জহির
৬ / ৭
প্রকৃতিতে গোধূলির রং মেখে সন্ধ্যা আগত। পাতাহীন বৃক্ষে বসে আছে তিনটি পাখি। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর এলাকা থেকে তোলা।
ছবি: সবুজ সরকার
৭ / ৭
সাইকেলে বহন করে বাসাবাড়িতে দুধ বিক্রয় করেন এ বিক্রেতা। একই সঙ্গে বোতল সংগ্রহ করেন দুধ সরবরাহ করতে। টিআইসি কোলনি, দক্ষিণখান, ঢাকা, ২৩ এপ্রিল
ছবি: সাজ্জাদুর রহমান