পাঠকের ছবি (৭-১-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
নৌযানের ছুটে চলা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঐতিহাসিক নৌপথ। ছবিটি মেঘনা নদী থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৮
মাটির চুলায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী কালাই রুটি। শীতের রাজশাহী মানেই যেন কালাই রুটি, রকমারি ভর্তা আর হাঁসের মাংসের সুঘ্রাণ। রেস্তোরাঁগুলোতে ভোজনরসিক মানুষের উপচে পড়া ভিড়। কোনো জায়গা ফাঁকা থাকে না। ছবিটি রাজশাহীর উপশহর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
একটি ঝুমুর নৃত্য। সোনাঝুড়ি হাটে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎপাদিত পণ্য বিক্রয় উপলক্ষে আয়োজিত মেলায় এই পরিবেশনা। বোলপুর, পশ্চিম বাংলা, ভারত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৮
অস্তমান সূর্য। পৌষের গোধূলিতে পুবের সূর্য পশ্চিমাকাশে অস্ত যাচ্ছে। পারুলী নদীর পাড়, নানাইয়া, শ্রীপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মন্ডল মাধব চন্দ্র
৫ / ৮
বেহাল মহাসড়ক। ধুলার আড়ালে হারিয়ে যায় নিরাপদ যাত্রার আশা। ছবিটি যশোরের পালবাড়ী-চুড়ামনকাঠি সড়ক থেকে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) তোলা
ছবি: রাজিব কুমার মন্ডল
৬ / ৮
ভালো ফলনের আশায় ড্রাগন ফলের বাগানে চলছে পরিচর্যা। হাকিমপুর, চৌগাছা, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সজীবুর রহমান
৭ / ৮
উত্তরাঞ্চলে পৌষের শেষ ভাগে শীত বেড়েছে। বেশির ভাগ সকালই থাকে কুয়াশায় ঢাকা। পানি কম থাকলেও রাজশাহীতে কুয়াশাচ্ছন্ন সকালের পদ্মার সৌন্দর্য অন্য রকম। রাজশাহী শহরের আই বাঁধ এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
বাঁশের সাঁকো। এখন আর নদীতে এমন সাঁকো দেখতে পাওয়া যায় না। একসময় এ বাঁশের সাঁকোই ছিল নদীর দুই পাড়ের মানুষের নদী পারাপারের অবলম্বন। পারুলী নদী, নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ৬ জানুয়ারি
ছবি: মণ্ডল মাধব চন্দ্র