পাঠকের ছবি

১ / ৬
হেমন্তের দুপুরে ক্লান্ত কৃষকের বাড়ি ফেরা। সাড়াইয়া গ্রাম, জয়দেবপুর, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: দেবব্রত নীল
২ / ৬
হেমন্তের আগমন। ধানের গন্ধে ভরে ওঠে গ্রামগুলো। নতুন চালের পিঠা–পায়েসে উদ্‌যাপিত হয় নবান্নের উৎসব। বৃদ্ধ কৃষক কাঁধে নতুন ধানের চাল নিয়ে ছুটছেন বাড়ির দিকে। উজগ্রাম, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হুমায়ুন কবীর রুস্তম
৩ / ৬
শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। বরিশাল বিশ্ববিদ্যালয় সেই কাশফুলের স্বর্গরাজ্য ছিল। কাশফুলের শুভ্রতা উপভোগ করতে দূরদূরান্ত থেকে শত শত পর্যটকের আনাগোনায় মুখর ছিল ৫৫ একর ক্যাম্পাস। শরৎ শেষ হওয়ায় ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে কাশবন কেটে এভাবে স্তূপ করে রাখা হয়েছে। সম্প্রতি ছবিটি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা হয়েছে
ছবি: কামরুল হাসান
৪ / ৬
এ দেশের নদ-নদী নগর-গ্রামকে বাড়তি পূর্ণতা দেয় শুধু মোহনীয় রূপ ছড়িয়ে। বালু নদ, পূর্বাচল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ রায়হান
৫ / ৬
সুজলা, সুফলা, শস্যশ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে...। ছবিটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রাম থেকে তোলা, যেখানে একজন কৃষককে দেখা যাচ্ছে তাঁর প্রিয় দুটি মহিষের সঙ্গে সন্ধ্যা নামার ঠিক আগমুহূর্তে...
ছবি: মুহাম্মদ সাদমান সোহান
৬ / ৬
পাহাড় থেকে সমুদ্র। হিমছড়ি পাহাড়, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসিবুল হাসান রিজভি