পাঠকের ছবি (১৩ জুলাই ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
শান্তিপূর্ণ সহাবস্থান। উদ্দমদী গ্রাম, মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
২ / ৭
আমাদের উচিত আশপাশের প্রাণীদের একটু খাবার দেওয়া। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই ২০২৫
ছবি: নুসরাত রুষা
৩ / ৭
শহুরে মাছরাঙা। আফতাবনগর, ঢাকা, ১২ জুলাই ২০২৫
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৪ / ৭
প্রকৃতি কখনো কথা বলে না, তবুও তার প্রতিটি স্পর্শ, দৃশ্য ও শব্দ আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নীরব আকাশ, শান্ত নদী, সবুজ পাতার দোল—সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা, যা পড়ে গেলে আত্মা জেগে ওঠে। ছবিটি সম্প্রতি রাজশাহীর মোহনপুরের বেলগাছি এলাকা থেকে তোলা
ছবি: খন্দকার শাকিল হোসাইন
৫ / ৭
ভৃঙ্গরাজ। ঝিনাইদহের মাস্টারপাড়া এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শেখ সুলতানা সুখী
৬ / ৭
খাবারের খোঁজে এদিক–ওদিক ওড়াউড়ি। টিঅ্যান্ডটি এলাকা, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৭ / ৭
সাদা পাহাড় সবুজ পানি। শীতকালে পানি হয় গাঢ় নীল। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর পাহাড়ে। শীত আর বর্ষায় পানির ভিন্ন রূপ। যে রূপই হোক, তা অপরূপ! ছবিটি গত ২৭ জুন তোলা
ছবি: আবু আফজাল সালেহ