প্রকৃতি কখনো কথা বলে না, তবুও তার প্রতিটি স্পর্শ, দৃশ্য ও শব্দ আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নীরব আকাশ, শান্ত নদী, সবুজ পাতার দোল—সব মিলিয়ে প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা, যা পড়ে গেলে আত্মা জেগে ওঠে। ছবিটি সম্প্রতি রাজশাহীর মোহনপুরের বেলগাছি এলাকা থেকে তোলাছবি: খন্দকার শাকিল হোসাইন