গড়াই নদী এখন

গড়াই নদী পদ্মার অন্যতম শাখা নদী। কুষ্টিয়ার তালবাড়িয়া নাম স্থানে এর উৎপত্তি। জায়গাটি স্থানীয় লোকজনের কাছে তালবাড়ির টেক নামে পরিচিত। কুষ্টিয়া সদর এবং হাটশহরিপুর ইউনিয়নকে আলাদা করে এটি প্রবাহিত হয়েছে। প্রমত্ত পদ্মার মতো এটিও একসময় খরস্রোতা ছিল। কিন্তু এখন এর একটি ক্ষীণ ধারা বিদ্যমান। অবশ্য প্রতিবছর বর্ষাকালে আবার যৌবন ফিরে পায়। এই নদীর প্রবাহ ধরে রাখার জন্য অনেক খনন করা হয়েছে। কিন্তু সেটা মোটেও যথেষ্ট নয়। বর্তমানে কুষ্টিয়া সদর এবং হাটশহরিপুরের মাঝে একটি সেতু তৈরি করা হয়েছে। অবশ্য ঘোড়াঘাট দিয়ে এখনো মানুষ নৌকায় পার হয়। ছবিতে দেখে নেওয়া যাক শীতকালের গড়াই নদী এবং এর দুই পাড়ের বর্তমান অবস্থা।

১ / ৯
একসময় এখানে মাছ পাওয়া যেত। কিন্তু এখন কদাচিৎ মাছের দেখা মেলে।
২ / ৯
কুষ্টিয়া এবং হাটশহরিপুরের মধ্যে তৈরি হয়েছে সড়ক সেতু।
৩ / ৯
কুষ্টিয়ার ঘোড়াঘাট দিয়ে এখনো মানুষ নৌকায় গড়াই নদী পার হন।
৪ / ৯
গড়াই নদী এখন প্রবলভাবে দূষণের শিকার।
৫ / ৯
গড়াই নদীতে অব্যাহত খননকাজ।
৬ / ৯
গড়াই নদীর অপর পাড়েই আছে কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি।
৭ / ৯
গড়াই নদীর পাড়েই কুষ্টিয়া শ্মশান।
৮ / ৯
গড়াই নদীর রেন উইক যজ্ঞেশ্বর বাঁধে শিশুপার্ক।
৯ / ৯
নদীর পাড়ে চলছে নৌকা মেরামতের কাজ।