পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
মুক্ত অন্তরীক্ষের প্রত্যাশায়। বোরহানউদ্দিন, ভোলা, ৯ আগস্টছবি: সুদীপ্ত কুমার দাস
২ / ৭
একপশলা বৃষ্টিতে মাঠে জমে থাকা পানি দেখে ভ্রম হতে পারে, যেন কোনো নদীর বুক থেকে উদিত হচ্ছে সূর্য। শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মেসবাহ উদ্দিন আহমদ
৩ / ৭
বহুদূর এ পথ। বোরহানউদ্দিন, ভোলা, ৮ আগস্টছবি: সুদীপ্ত কুমার দাস
৪ / ৭
লাল-সবুজ মানেই আবেগে জড়ানো ভালোবাসা। গায়ে পতাকা জড়িয়ে শিশুটি মায়ের হাত ধরে নতুন বাংলাদেশে ঘুরতে বেরিয়েছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ রোড, ৭ আগস্টছবি: মো. রায়হানুল হক
৫ / ৭
প্রতিবাদের ভাষা মুছে মেট্রোরেলের পিলারে গ্রাফিতি এঁকে দিচ্ছেন শিক্ষার্থীরা! নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। মিরপুর-১০, ঢাকা, ৯ আগস্টছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
শুধু ট্রাফিক দায়িত্ব পালন নয়, সড়কে জেব্রা ক্রসিং রং করে দিচ্ছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। দেশপ্রেমে উৎসাহিত হয়ে তাঁরা সব কাজ করছেন আনন্দ নিয়ে। মিরপুর-২, ঢাকা, ৯ আগস্টছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্ব নিজ উদ্যোগে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ জনতাও দাঁড়াচ্ছেন ছাত্রদের পাশে। খাবার ও পানি দিয়ে তাঁদের উৎসাহিত করছেন। মিরপুর-১৪, ঢাকা, ৮ আগস্টছবি: মো. রায়হানুল হক