পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ইরি ধানে কীটনাশক প্রয়োগের জন্য স্প্রে মেশিন ও কলস নিয়ে বের হয়েছেন একজন। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৮ মার্চ
ছবি: মো. ফরহাদুজ্জামান
২ / ৭
মাটির তৈরি আসবাব বাংলাদেশের মানুষের বরাবরই একটু বেশি পছন্দের। বর্তমানে মৃৎশিল্প শৌখিনতায় বেশি ব্যবহার্য। বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪, মানিকগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হোসনে আরা সিদ্দিকা
৩ / ৭
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় (২৬ মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করলেন ‘মেঘনা কন্যা’ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সঙ্গে ছিল টুগেদার উই ক্যান, হোম ফেকশনারি। রাজধানীর ঢাকা উদ্যানের বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতারের
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ৭
ফুলটি মার্চ মাসে ফোটে। বাড্ডা লেক রোড, গুলশান, ঢাকা ২৮ মার্চ
ছবি: তরিকুল ইসলাম
৫ / ৭
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় এলাকার পুকুর ও জলাশয়গুলোও পানিশূন্য হতে শুরু করেছে। ইরি ধানের জমিতে পানি শুকিয়ে যাওয়ায় কলসে পানি নিয়ে জমিতে দিচ্ছেন কৃষক দম্পতি। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৮ মার্চ
ছবি: মো. ফরহাদুজ্জামান
৬ / ৭
সাজের মাঝে আনন্দ। গয়না তৈরি শিল্পে নিয়োজিত অনেক নারী উদ্যোক্তা সাজিয়ে চলেছেন বাংলার নারীদের। তালাইমারী, কবি গোলাম মোস্তফা রোড, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : পৌষী শাহরিয়ার
৭ / ৭
ধানখেতে ক্ষতিকর পাখি যাতে না বসে, সে জন্য খেতের মাঝখানে লাঠিতে কাপড় ও কাগজ টাঙিয়ে দেওয়া হয়েছে। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৮ মার্চ
ছবি: মো. ফরহাদুজ্জামান