পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
দেখে বোঝায় উপায় নেই যে এটি সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান প্রবেশপথের (গেট–সংলগ্ন) ছবি। স্থানটি রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. জামিন মিয়া
২ / ৮
পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীর মীরগড় ঘাটের ৪০০ মিটার কাঠের এই সেতু ধাক্কামাড়া ইউনিয়ন ও সাতমেরা ইউনিয়নের দুই পারের মানুষের একমাত্র যোগাযোগমাধ্যম। মীরগড় কাঠের সেতু, সদর উপজেলা, পঞ্চগড়। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
রাস্তার কাজ প্রায় শেষ। আগের দিন আলকাতরা, বালু দিয়ে এবং পরের দিন পিচ দিয়ে রোলারের মাধ্যমে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর এক দিন পরই এই অংশের কাজ শেষ হয়ে যাবে। যদিও বৃষ্টি এলে কাজ বন্ধ রাখা হয়। এক দিন রোদে রাস্তা শুকানোর সুযোগ দিয়ে পরের দিন আবার কাজ শুরু করা হয়। বৃষ্টির কারণে রাস্তার কাজটা শেষ করতে সময় লাগছে। তা না হলে অনেক আগেই এই অংশের কাজ শেষ হয়ে যেত। এরপর শুরু হবে অপর অংশে ভাঙা অবস্থায় পড়ে থাকা রাস্তার কাজ। ২১ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরিপাড়ার পার্শ্ববর্তী রবারবাগান–সংলগ্ন রাস্তা থেকে ছবিটি তোলাছবি: জীবন পাল
৪ / ৮
ভ্যানে ঝালমুড়ির দোকান সাধারণত খোলা দেখা যায়। কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত, তার বিচার করি না। রাস্তার ধুলা অনায়াসে ঝালমুড়িতে মিশে যায়। সেই ধুলাবালু থেকে রক্ষা পেতে পুরো ভ্যান শক্ত পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ছবিটি দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তোলা হয়েছে সম্প্রতিছবি: মো. আইয়ুব আলী
৫ / ৮
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান প্রবেশপথ এলকার (গেট–সংলগ্ন) ছবি। জমা পানিতে ডিম পাড়ে মশা। নোংরা পানিতে ছড়ানো দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাচলা করা কঠিন হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. জামিন মিয়া
৬ / ৮
পঞ্চগড় সমতলের চা–বাগানে সারি সারি আমগাছও চোখে পড়বে। বিভিন্ন বাগানে চায়ের পাশাপাশি বাণিজ্যিকভাবে আম চাষও করা হয়। বড় বিল্লাহ, তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড়। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
‘গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা।’ ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো সাবার্ব থেকে আজ বুধবার সন্ধ্যায় তোলাছবি: মো. ইয়াকুব আলী
৮ / ৮
গ্রামীণ হোটেলে সন্ধ্যার নাশতায় ঝাল–মিষ্টির পসরা সাজানো। মাড়েয়া বাজার, বোদা উপজেলা, পঞ্চগড়। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক