পাঠকের ছবি (২৪–০২–২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
এই শিশুরা ফুল দিতে শহীদ মিনারে যেতে পারেনি। তাই তারা নিজেরাই বাড়িতে শহীদ মিনার তৈরি করে মাতৃভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে
ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৮
রাত পৌনে এগারোটা। শহর যখন ঘুমাচ্ছে, তখন মানুষের আনাগোনায় প্রাণচঞ্চল সদরঘাট। কেউ বাড়ি থেকে ঢাকায় আসছেন, আবার কেউ বাড়ির পথে যাত্রা করছেন। প্লাটুন নম্বর ১৪, লালকুঠি ঘাট, সদরঘাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৩ / ৮
আগুনরাঙা পলাশ ফুলে সেজেছে প্রকৃতি। রুক্ষ শাখায় ঝলমলে লাল-কমলার ছোঁয়া যেন বাংলার বসন্তের অনন্য প্রতিচ্ছবি। সম্প্রতি সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা
ছবি: সানজিদা জান্নাত পিংকি
৪ / ৮
কমেছে নদীর পানি। জীবন থেমে নেই। নদীর এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করে নিত্যপ্রয়োজনে। বাদামতলীর ঘাট, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
খাল পানিশূন্য হয়ে পড়েছে। কারণ, মূল নদী ধলেশ্বরীতেও পানির প্রবাহ কম। তাই ধলেশ্বরীর শাখা–খালগুলোরও করুণ দশা। পানি কম থাকায় ছোট নৌকাও এখন আটকা পড়েছে। কখন জোয়ার হবে সে আশায় তাদের এখন বসে থাকতে হচ্ছে। দীর্ঘ কয়েক যুগেও মিরকাদিম নদী বন্দরের এ খালটি খনন করা হচ্ছে না। তাতেই নদী পথের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। ছবিটি মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম বাজার এলকা থেকে তোলা
ছবি: মো. ফিরোজ
৬ / ৮
আগুনরাঙা শিমুল। বেড়িবাঁধ, রায়েরবাজার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: প্রবীর পাল
৭ / ৮
বসন্তের পলাশ। বেড়িবাঁধ, রায়েরবাজার, ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: প্রবীর পাল
৮ / ৮
শীত শেষে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এ যেন বসন্তের আগমনী বার্তা। শহর কিংবা গ্রাম— সর্বত্র সোনালি রঙের মুকুলে আমগাছগুলো সেজেছে অপরূপ সাজে। মুকুল চারদিক ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ। বেইলি রোড, ঢাকা, ২১ ফেব্রুয়ারি
ছবি: বিপ্লব সাহা মুন্না