১ / ৭
ডিজিটাল যুগে অ্যানালগ ভালোবাসা প্রকাশ। ধানমন্ডি লেক, ১ আগষ্ট
ছবি: প্রবীর পাল
২ / ৭
ঊষালগ্নে রক্তিম আকাশ। শ্রাবণেও যে গ্রীষ্ম চোখ রাঙানি দিচ্ছে, এটি যেন তারই কথা বলছে। গোয়ালন্দ, রাজবাড়ী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ফিরোজ হোসাইন
৩ / ৭
দই বানানোর জন্য দুধ প্রস্তুত করছে এক শিশু। ছবিটি গতকাল সোমবার বগুড়ার সোনাতলা থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৪ / ৭
তপ্ত রোদ থেকে রেহাই পেতে একটি কুকুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কাদা পানিতেই নেমে পড়েছে
ছবি: ইকবাল হাসান
৫ / ৭
আকাশে মেঘ জমেছে, যেকোনো সময় আসবে বৃষ্টি। সবাই ঘরমুখো হলেও দুই মৎস্যজীবী মাছ শিকারে ব্যস্ত! ছবিটি বৃষ্টির আগমুহূর্তে মহাদেবপুর আত্রাই নদীর নতুন ব্রিজ এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আমিনুর রহমান খোকন
৬ / ৭
সিলেটে-ছাতক রেলপথের কালারুখা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এটি। সম্প্রতি সিলেটে দুই দফা বন্যায় রেললাইনের নিচের মাটি সরে লাইন আলাদা হয়ে যায়। এই দৃশ্য একই পথে একাধিকবার মিলেছে। ফলে বিচ্ছিন্ন রেলযোগাযোগের এই পথে আর যোগাযোগ চালুর ব্যবস্থা করেনি বাংলাদেশ রেলওয়ে। ছবিটি সম্প্রতি  ছাতক থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৭ / ৭
জলবায়ু পরিবর্তনে শ্রাবণে কাঙ্খিত বৃষ্টি না থাকায় সেচপাম্প নিয়ে জমিতে ছুটছেন এক কৃষক। ছবিটি নওগাঁ বদলগাছী উপজেলা থেকে গত সোমবার তোলা
ছবি:ইউনুস আলী ফাইম