বিলের পানিতে সোনালি আঁশখ্যাত বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট পরিষ্কারে ব্যস্ত কৃষকেরা। বৃদ্ধ বয়সেও পাটকে ঘিরে স্বপ্ন বুনছেন আবদুর রহমান ও বদি মিয়া (ছদ্মনাম)। পাটশিল্প ধ্বংস হলেও একে এভাবেই টিকিয়ে রাখার চেষ্টা করছেন কুড়িগ্রামের কৃষকেরা। বাগেরহাট গ্রাম, রৌমারী উপজেলা, কুড়িগ্রাম, ৯ আগস্টছবি: এস এম আব্দুস সামাদ