পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
গ্রামবাংলার ভেড়ার পাল। ছবিগুলো সম্প্রতি কক্সবাজারের খুরুশকুল থেকে তোলা
ছবি: এম রাসেল উদ্দীন নুর
২ / ৯
চলতি পথে অনেকে আসবে যাবে, দিন শেষে জীবনের পথ এমন শূন্য হবে। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪
ছবি: জাহিদা আক্তার
৩ / ৯
হেমন্তের ধান কাটার অপরূপ দৃশ্য। ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: মো. জুয়েল রানা
৪ / ৯
দূর্বাঘাসের শিশিরে ভোরের আলো। যেন গুচ্ছ গুচ্ছ হীরকখণ্ড। লতিফপুর এলাকা, কালিয়াকৈর, গাজীপুর, ১৯ নভেম্বর, ২০২৪
ছবি: ফারদিন ফেরদৌস
৫ / ৯
জলছবি। আকাশের নীলাভ আভা, মেঘের সাদা ভাস্কর্য, গাছের শাখা-প্রশাখা ও পাতা পানির আয়নায় অপরূপ সমন্বয় তৈরি করেছে। এই জলের ঠান্ডা ও স্থিরতা প্রতিটি মানবমনে এক অনাবিল শান্তি-শৃঙ্খলা বহন করে, যা প্রকৃতির মহান সৃষ্টি ও সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানায়। ছবিটি ইংল্যান্ডের লিডস লিভারপুল ক্যানালের নেলসন এলাকা থেকে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তোলা
ছবি: শাহ মনসুর আলী নোমান
৬ / ৯
ফুটন্ত শাপলা
ছবি: মো. জুয়েল রানা
৭ / ৯
জমিদার যদুনাথ রায়ের বাড়ি। জমিদারি না থাকলেও বাড়িটি রয়ে গেছে। এখনো অনেক দর্শনার্থী আসেন বাড়ি দেখার জন্য। বাড়ির পাশেই রয়েছে বিক্রমপুর জাদুঘর। বালাসুর, মুন্সীগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২৪
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৯
হেমন্তে ফেলে রাখা ধানের খেতে সাদা বকের আহার অন্বেষণ
ছবি: মো. জুয়েল রানা
৯ / ৯
পদ্মা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলে। ভাগ্যকূল বাজার, বিক্রমপুর, মুন্সীগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২৪
ছবি: ফাত্তাহ তানভীর রানা