পাঠকের ছবি (৮ মার্চ)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
গাছ সবুজ হলেও এটা ‘হোয়াইট গোল্ডে’র গাছ। যখন পরিণত হবে, তখন গাছের গোড়া থেকে রসুন বের হবে। চলনবিল অঞ্চলে অপেক্ষাকৃত কম খরচে চাষ হয় ও দাম ভালো পাওয়া যায় বলে রসুনকে ‘হোয়াইট গোল্ড’ নামে ডাকা হয়। গুরুদাসপুর, নাটোর, ৭ মার্চ
ছবি: ফাত্তাহ তানভীর রানা
২ / ৮
প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা একসময় দূরবর্তী গ্রাম থেকে হেঁটে স্কুল–কলেজে যাওয়া–আসা করত। সময়মতো উপস্থিতি ও বাড়িফেরা উভয়ই শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। রাস্তাঘাটের ও গ্রামীণ জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটায় বর্তমানে শিক্ষার্থীদের স্কুল–কলেজে যাতায়াতের ক্ষেত্রে বাইসাইকেল জায়গা করে নিয়েছে এবং শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমেছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইসাইকেল চড়ে গ্রামগঞ্জের রাস্তায় শিক্ষার্থীদের স্কুলে-কলেজে যাতায়াতের দৃশ্য সত্যিই মনোরম! শিরগ্রাম, আলফাডাঙ্গা উপজেলা, ফরিদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: বিপ্লব সাহা মুন্না
৩ / ৮
শান্ত জলরাশি ভেদ করে ডুবে যাবে সূর্য। নদীময় একটি নৈসর্গিক অবেলা। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৮
বসন্তের নিস্তব্দ প্রকৃতি ভেদ করে হেটে চলেছি বাঁশবাগানের মেঠোপথ ধরে। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী এলাকা থেকে তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৮
রমজান মাসে বেচাকেনার প্রয়াস। দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৬ / ৮
চাঁদপুরের ঐতিহ্যবাহী উত্তর টরকী সিরাজ মাস্টার বাড়ি জামে মসজিদ। দিনের শেষ প্রহরে, যখন সূর্যের সোনালি আভা মিলিয়ে যেতে থাকে, তখন মসজিদের সৌন্দর্য এক অনন্য মাত্রা পায়। ৭ মার্চের মৃদু সন্ধ্যার মুহূর্তে ধারণ করা এই ছবিতে মসজিদের আকাশচুম্বী মিনার আর চারপাশের নরম আলো এক অপূর্ব দৃশ্যের জন্ম দিয়েছে। নামাজের আহ্বান আর প্রকৃতির নীরবতার সমন্বয়ে তৈরি হয়েছে এক পবিত্র ও স্নিগ্ধ পরিবেশ
ছবি: মো: তোফায়েল আহমেদ
৭ / ৮
বসন্তে গাছে গাছে ফুটেছে পলাশ ফুল। ছবিগুলো ৬ মার্চ সকালে তোলা। ক্রসবার-৩, সিরাজগঞ্জ
ছবি: মো. সাজ্জাদ হোসেন সাজু
৮ / ৮
রঙ্গিলা সম্পান। মুন্সিগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ