মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লালনের আখড়ার একটি বটবৃক্ষ তার বিশালতার জানান দিচ্ছে। জীবনের অভিঘাতে পুরোনো পাতা এভাবেই ঝরে পড়ে আবার নতুনের আবির্ভাব ঘটে থাকে। বসন্তে বটবৃক্ষের পাতা ঝরে পড়ায় সে দৃশ্যের চিত্রই ফুটে উঠেছে। ছবিটি সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
ভেসাল জাল, যাকে আঞ্চলিক ভাষায় বেয়াল বলা হয়। এটি মাছ ধরা একটি দেশীয় ফাঁদ বা উপায়। আর সেই বেয়ালের রক্ষণাবেক্ষণ করার জন্য নৌকার খুপরির আদলে ছোট্ট কুঁড়েঘর। যেখানে জেলেরা রাতে অবস্থান করে এবং বেয়াল পাহারা দেওয়া ও মাছ ধরার কর্মযজ্ঞ চলে। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৭
বাংলার সুবেদার শায়েস্তা খানের কন্যা বিবি মরিয়মের সমাধি সৌধের ঠিক উল্টো পাশে পূর্ব দিকে নির্মাণ করা হয়েছিল প্রহরীদের থাকার জন্য এই জায়গা। সুবিশাল বৃক্ষরাজির ছায়ায় অযত্নে–অবহেলায় পড়ে আছে স্থাপনাটি। কিল্লারপুল, হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. রায়হানুল হক
৫ / ৭
সূর্য ডুবু ডুবু, তবু ডোবে না; বরং পশ্চিম আকাশে আঁকড়ে ধরে রাখে সোনালি রঙের শেষ আভা। বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ মার্চছবি: সূর্য দাস
৬ / ৭
রমজান মাসে ইফতার মানে দোকানদারেরা তাঁদের পসরা সাজিয়ে রাখেন। এই দোকানদারও খাবারের পসরা সাজিয়ে রেখেছেন। পার্বতীপুর উপজেলা, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আইয়ুব আলী