পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
মালিকের সঙ্গে ভ্রমণে এসেছে বিড়ালটি। বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ১৩ এপ্রিল
ছবি: সূর্য দাস
২ / ৭
সুন্দরবনে বাংলাদেশের প্রাকৃতিক জগৎ ঘুরে আসতে পারেন। ডিমের চর, সুন্দরবন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৩ / ৭
পয়লা বৈশাখের আসল নাশতা। শৈশব এবং কৈশোরটা পার করেছি টিনের প্লেটে পেঁয়াজ–মরিচ দিয়ে পান্তা খেয়ে। পরে শহরে এসে দেখি শহরের মানুষ এটা শখ করে খায়। অবশ্য তাদের আয়োজন থাকে এলাহি। পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ। যে মানুষটা অভাবে পান্তা খায়, তার ইলিশ কেনার সামর্থ্য কখনোই থাকে না। তাই ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেয়ে পয়লা বৈশাখ উদ্‌যাপন আমার কাছে গরিব মানুষদের একধরনের বিদ্রূপ করা বলেই মনে হয়। প্রবাসে বসে এবারও যখন পান্তা খাচ্ছি, তখন পুরোনো স্মৃতি মনে পড়ে চোখে পানি চলে এল। দেখে মেয়ে বলল, তুমি কাঁদছ কেন বাবা? আমি বললাম, পেঁয়াজের ঝাঁজের কারণে কাঁদছি রে মা
ছবি: মো. ইয়াকুব আলী
৪ / ৭
দেশে এখন প্রচণ্ড গরম চলছে। আবার কোথাও বৃষ্টিও হচ্ছে। তবে গরম কিংবা বৃষ্টিকে এড়িয়ে ঘুরে আসতে পারেন পাশের দেশ ভারতের সিকিমে। মার্চ শেষ, এখন এপ্রিলে এসেও ছাঙ্গু লেক যেন এক রূপকথার দেশ। পুরো ছাঙ্গু লেক ঢাকা পড়েছে সাদা বরফের চাদরে। যাঁরা এখন ঘুরতে যাবেন, তাঁরা পাবেন শীতল পরশ সঙ্গে বাড়তি আনন্দ। ছবিগুলো সম্প্রতি ভারতের সিকিম থেকে তোলা
ছবি: সূর্য দাস
৫ / ৭
সমুদ্র উপকূলীয় অঞ্চলের অপরূপ দৃশ্য। অসংখ্য মানুষ এখানে ছুটে আসে একটু প্রশান্তির জন্য। গুলিয়াখালী সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ১৪ এপ্রিল
ছবি: আব্বাস উদ্দিন
৬ / ৭
বাঙালির প্রাণের উৎসব মানে পয়লা বৈশাখ। নানান অনুষ্ঠান মাধ্যমে সারা দেশে উদ্‌যাপিত হয়েছে পয়লা বৈশাখ। চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় পয়লা বৈশাখের অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড়
ছবি: সাফিনাতুন জাহান সাবরিন
৭ / ৭
পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। শুধু দেশে নয়, সারা বিশ্বে বসবাসরত বাঙালিরা দিনটি সাড়ম্বরে উদ্‌যাপন করে থাকেন। সংযুক্ত আরব আমিরাতে এবার ঈদের ছুটি অপেক্ষাকৃত দীর্ঘ ছিল। এর সঙ্গে যোগ হয়েছে পয়লা বৈশাখ। লোকায়ত সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল উৎসব আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে বাংলা বর্ষবরণ উৎসব উদ্‌যাপিত হয়েছে। আল জায়েদ ফার্ম হাউস, শারজা, সংযুক্ত আরব আমিরাত, ১৪ এপ্রিল
ছবি: তোফায়েল আহমেদ পাপ্পু