পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত ছাপা হয় নাগরিক সংবাদে।
১ / ৬
সিডনির সোনালু ফুল। অস্ট্রেলিয়াতে এখন চলছে গ্রীষ্মকাল। পথেঘাটে এখন দেখা মেলে গ্রীষ্মকালীন ফুল ও ফলের। সিডনির মিন্টো সাবার্বের পথের ধারে একটি গাছে থোকায় থোকায় দুলছে সোনালু ফুল। পুরো রাস্তাটা যেন আলোকিত হয়ে আছে হলুদ বর্ণের এই ফুলে। অস্ট্রেলিয়াতে এটাকে বলা হয় ‘গোল্ডেন শাওয়ার’ ফুল। স্থানীয় নার্সারিগুলোতে এই নামে চারা পাওয়া যায়ছবি: ইয়াকুব আলী
২ / ৬
তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করেই জমি তৈরি ও বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকদের আশা, আবহাওয়া ভালো থাকলে এবার তাঁরা বাম্পার ফলন পাবেন। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রাম থেকে তোলাছবি: সজীব মাহমুদ
৩ / ৬
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ফসলি জমিতে নিড়ানি দিচ্ছেন দুই কৃষক। বরিশালের মুলাদী উপজেলার রাগুয়া কাজীরচর গ্রাম থেকে ২১ জানুয়ারি ছবিটি তোলা।ছবি: কামরুল হাসান
৪ / ৬
তিস্তার বুকে জেগে ওঠা নতুন চরে গম আর ভুট্টার আবাদ হয়েছে। বছর ঘুরে আবারও হারিয়ে যাবে এই চর। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বন্যা শিবিরের মাঠ, বজরা, উলিপুর, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সজীব মিয়া সবুজ