পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৭
মুন্সিগঞ্জের বেতকা থেকে ঢাকার পোস্তগোলা সড়কের মোল্লাবাজার ধলেশ্বরী-১ ব্রিজের কাজ এক যুগ অতিবাহিত হলেও এখন পর্যন্ত শেষ হয়নি। তাই এ ছোট ফেরি দিয়েই শুধু মানুষ আর কিছু হোন্ডা গাড়ি পারাপার হতে পারে। এ নদীর ওপর ব্রিজটি নির্মিত হলে বাস চলাচল করতে পারত। তাতে মুন্সিগঞ্জবাসী সহজেই ঢাকায় আসা–যাওয়া করতে পারত। ছবিটি ধলেশ্বরী নদী থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তোলা হয়েছেছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৭
দিনের শেষে শহরতলি। ভিড়ের শুরু। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মেট্রোরেলের লাইন আর ব্যস্ততম ওভারব্রিজ একসঙ্গে। কনকর্ড টাওয়ার, ফার্মগেট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মাইফুল জামান ঝুমু
৩ / ৭
বেলা তখন প্রায় সাড়ে ১১টা। সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢাকা চারপাশ। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: সাদিয়া আলম রূপন্তী
৪ / ৭
শীত মৌসুমে মেজাজ ঠান্ডা থাকা মেঘনা নদীর তীরের সৌন্দর্য দেখলে মন জুড়িয়ে যায়। ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরবাগান এলাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন।
৫ / ৭
শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে পরিযায়ী পাখির (শামুকখোল) বিচরণ। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: কারিমুল হাসান
৬ / ৭
শীতের পড়ন্ত বিকেলে আমি হাঁটতে চাই। অনেক দূরে যেতে চাই, যেখানে গেলে প্রয়াত আপনজনদের স্মৃতি কাতর করবে না। কিন্তু হায়, মানুষ স্মৃতির কারাগার থেকে কখনো মুক্তি পায় না। চট্টগ্রামছবি: সঞ্জয় দেবনাথ
৭ / ৭
রাত জেগে থাকে শহর—আলো আর গতির মাঝখানে ছুটে চলা জীবনের স্রোত। মহাখালী, ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন