পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
আমরা অনেকেই অকারণে খাবার নষ্ট করি, যা মোটেই কাম্য নয়। আইফেল টাওয়ারের সামনে উচ্ছিষ্ট খাবার খাচ্ছে কবুতর। প্যারিস, ফ্রান্স। ছবিটি সম্প্রতি তোলাছবি: আশিক আহমেদ উল্লাস
২ / ৯
রাজশাহী শহরেও সারা দেশের মতো প্রচণ্ড গরম পড়েছে। মানুষের মতোই প্রাণিকুলও কষ্ট পাচ্ছে। ভাঙা পানির কল থেকে সামান্য ধারায় পানি পড়ছিল। সেই পানিতে তৃষ্ণা নিবারণ করছে বিভিন্ন প্রজাতির প্রাণী। কেন্দ্রীয় শহীদ কামারুজ্জামান উদ্যান, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: আশফাক সুইট
৩ / ৯
ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া এলাকায় নিজের উৎপাদিত দেশি শসা বিক্রির উদ্দেশ্য ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী ঘাট পার হয়ে শহরে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। উদীচী ঘাট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৩০ এপ্রিল।ছবি: দীন মোহাম্মদ দীনু
তীব্র তাপপ্রবাহে প্রাণিকুলও ক্লান্ত–পরিশ্রান্ত! শেষ বিকেলে সূর্যের প্রখরতা কমে গেলে খানিকটা জিরিয়ে নিচ্ছে কুকুরটি। ছবিটি সম্প্রতি মিরপুর ১৪ থেকে তোলাছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
রাজশাহী শহরে সারা দেশের মতো প্রচণ্ড গরম পড়েছে। মানুষের মতোই প্রাণিকুলও কষ্ট পাচ্ছে। ভাঙা পানির কল থেকে সামান্য ধারায় পানি পড়ছিল। সেই পানিতে তৃষ্ণা নিবারণ করছে বিভিন্ন প্রজাতির প্রাণী। কেন্দ্রীয় শহীদ কামারুজ্জামান উদ্যান, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: আশফাক সুইট
৭ / ৯
পড়ন্ত বিকেলে কর্মব্যস্ত মাঝি। ছবিটি সম্প্রতি খুলনার রূপসা নদী থেকে তোলাছবি: ইমরান খসরু
৮ / ৯
207. নিজের উৎপাদিত দেশি শসা বিক্রির উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদীচী ঘাট পার হয়ে শহরে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। উদীচী ঘাট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৩০ এপ্রিলছবি: দীন মোহাম্মদ দীনু
৯ / ৯
অভিযোগের বিশাল পর্বতশৃঙ্গে প্রেম যেন মৃত কঠিন বরফ! ডানা থাকলেই কি উড়ে যাওয়া যায় আকাশের ওই নীলিমায়? রিপাবলিক চত্বর, প্যারিস, ফ্রান্স। ছবিটি সম্প্রতি তোলাছবি: আশিক আহমেদ উল্লাস