পাঠকের ছবি

১ / ৬
ভোরের আলো ছড়িয়ে পড়ার পর জীবিকার সন্ধানে কাঁধে বাঁশের লাঠি চাপিয়ে জাফলং চা-বাগানের খাসিয়াপল্লিগুলোয় বেরিয়ে পড়েন ষাটোর্ধ্ব এই ব্যক্তি। সারা দিন পুরোনো ও অব্যবহৃত পণ্য খুঁজে যখন দিনের আলো পশ্চিমে মিলিয়ে যায়, তখন তিনি ঘরে ফেরেন। তাঁর এই প্রাপ্তির মধ্যে কখনো আশানুরূপ পণ্য পেয়ে মুখে হাসি ফোটে, আবার কখনো আজকের মতো দুঃখবোধের ছাপ দেখা যায়। ছবিটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজ থেকে সম্প্রতি তোলা
ছবি: দেলোয়ার হোসেন
২ / ৬
খেলনা গাড়িতে বালু তুলছে দুই শিশু। হাসছে ভুবনজয়ী হাসি। হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম, ৭ আগস্ট
ছবি: হারুন অর রশিদ
৩ / ৬
শ্রাবণের শেষ বিকেলে পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। ত্রিশাল, ময়মনসিংহ, ৫ আগস্ট
ছবি: মো. ফাহাদ বিন সাঈদ
৪ / ৬
গোধূলিলগ্নে আকাশে রঙের ছোঁয়া, বেলা শেষে হৃদয়ে যেন মেঘের মেলা। রাতের পরেই হবে ভোর, উদিত হবে নতুন সকাল। মোহাম্মদপুর, ঢাকা, ৬ আগস্ট
ছবি: সানজিদা চৌধুরী
৫ / ৬
গ্রামবাংলার বিভিন্ন বাড়ির আনাচকানাচে দেখা মেলে কামরাঙাগাছের। বাংলাদেশের সুস্বাদু একটি ফল এটি। ছবিটি সম্প্রতি নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তোলা
ছবি: নাজমুল হক নাহিদ
৬ / ৬
গোধূলি শেষে নেমেছে সন্ধ্যা। আর এ নদীর জলে জীবন জ্বলে এই জনপদের। মেঘনা নদী, শেখের গাঁও, মেঘনা, কুমিল্লা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাব্বি হোসেন