পাঠকের ছবি

১ / ৮
একজন পেশাদার কুমারের জীবন্ত হাসির সঙ্গে তাঁর নিজ হাতে বানানো মাটির পাত্রগুলো। পেশাটি এখন বিলুপ্তপ্রায়। শেখবাড়ি, সুকতাইল, গোপালগঞ্জ সদর, ১৩ নভেম্বর
ছবি: শেখ আব্দুল্লাহ
২ / ৮
জাপানের টোকিওতে ‘ইম্পেরিয়াল প্যালেস গার্ডেন’-এর সড়ক। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশিক আলম দীপ
৩ / ৮
একসময় আবহমান গ্রামবাংলায় স্ত্রী-সন্তানেরা স্বামী বা বাবার কাছে বায়না ধরত হাট-বাজার থেকে পোশাক কিনে নিয়ে আসার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে পরিবর্তন এসেছে। এখন গ্রাম ও শহরের মানুষেরা সবাই আলোঝলমলে মলে কেনাকাটা করেন। তবু হাটে বাজারে এখনো কাপড়ের দোকান বসে নিয়ম করেই। এখনো নিম্ন আয়ের মানুষেরা সেখান থেকে কাপড় কিনে ছেলেমেয়ে, স্ত্রীর আবদার মেটান। ছবিটি কুষ্টিয়ার বিআইডিসি বাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৪ / ৮
দখল-দূষণে নন্দকুঁজা নদীর অবস্থা বেহাল। খননকাজ না করার কারণে নদীর গভীরতা কমেছে। এরপর আবার প্রকাশ্য ভাগাড়! সবাই দেখছে, কেউ দেখছে না। নন্দকুঁজা নদীর পাড়, গুরুদাসপুর, নাটোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
জাপানের টোকিওর ‘ইম্পেরিয়াল প্যালেস গার্ডেন’। সবুজ গাছপালা আর জলাধারের সমারোহ নাগরিক জীবনকে করেছে অনন্য সুন্দর ও দৃষ্টিনন্দন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আশিক আলম দীপ
৬ / ৮
গ্রামবাংলার চিরায়ত রূপ। কিশোরগঞ্জ, ১০ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৭ / ৮
পরিবেশকে সুরক্ষিত রাখার লড়াইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লিও ক্লাবের বৃক্ষ বিতরণ কর্মসূচি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ি, কুমিল্লা, ১৩ নভেম্বর
ছবি: মোহাম্মদ আল-আমিন
৮ / ৮
জাপানের টোকিও ‘ইম্পেরিয়াল প্যালেস গার্ডেন’টি সবুজ গাছপালা আর জলাধারের পাশে। এটি নাগরিক জীবনকে করেছে অনন্য সুন্দর ও দৃষ্টিনন্দন
ছবি: আশিক আলম দীপ