পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
শৈশব হলো মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দময় পর্যায়। শৈশবে শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ ও আবেগের পরিপক্বতা দ্রুত ঘটে। এ সময়ে শিশুরা হাঁটা, কথা বলা ও সামাজিকীকরণের মতো মৌলিক দক্ষতা অর্জন করে, যা তাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। শৈশবে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুরা সৃজনশীল, সমস্যা সমাধানের দক্ষতা ও সামাজিক দক্ষতার বিকাশ করে। শিক্ষা শৈশবের আরেকটি প্রধান অংশ। শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে এবং প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করে, যা তাদের ভবিষ্যতের সাফল্যের জন্য অপরিহার্য। শৈশবের অভিজ্ঞতা, ইতিবাচক বা নেতিবাচক, একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে
ছবি: মুগ্ধ বাড়ই
২ / ৭
ঈদের পর রাজধানী কিছুটা ফাঁকা। ডাবের ক্রেতা নেই। বিক্রেতা একটু ঘুমিয়ে নিচ্ছেন। কারওয়ানবাজার, ঢাকা, ২০ জুন
ছবি: মানসুরা হোসাইন
৩ / ৭
শহরের ভেতরেই অবস্থান এ দীঘির। তরুণ প্রজন্মের মতে, দীঘিটির চারপাশে সৌন্দর্যবর্ধন করে বসার জায়গার ব্যবস্থা করলে শহরের ভেতরে দর্শনীয় স্থান হতে পারে এটি। চারপাশে সারি সারি সবুজ গাছ, ফোয়ারা, সন্ধ্যা নামার পর নিয়ন আলো এবং প্রবেশমুখে দীঘিটির ইতিহাসসংবলিত দেয়ালিকা দিয়ে সাজিয়ে তোলা যেতে পারে দীঘিটিকে। সেই সঙ্গে পাশে থাকা মাছের আড়ত ও সাপ্তাহিক গরুর হাটকে শহরের বাইরে স্থানান্তরের মতামতও তরুণ প্রজন্মের। যাতে করে পুরো দীঘি এলাকাটি শহরবাসীর কাছে দিন শেষে পরিবার–পরিজন নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর একটি আকর্ষণীয়, দৃষ্টিনন্দন ও শান্তির জায়গাতে পরিণত হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সাগড়দিঘীর পাড় থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জীবন পাল
৪ / ৭
একসময়ে স্থানটা ছিল জমজমাট। লঞ্চ আসত একের পর এক। পসরা সাজিয়ে সারি সারি বসে থাকতেন দোকানিরা। এখন এসব কেবল হারানো স্মৃতি। বড় ঘাগুটিয়া লঞ্চঘাট, হোমনা, কুমিল্লা, ১৯ জুন
ছবি: আবু জাফর
৫ / ৭
ড্রাগন ফুলে পিঁপড়ার দলের ছোটাছুটি! নান্দনিক সৌন্দর্যের সবুজ ক্যাকটাসজাতীয় লতার মধ্যে দৃষ্টিনন্দন ফুল ড্রাগন। ড্রাগন ফুলকে ‘মুন ফ্লাওয়ার’ বা ‘কুইন অব দ্য নাইট’ও বলা হয়ে থাকে। ছবিটি সম্প্রতি তোলা। আদমদিঘী উপজেলা, বগুড়া।
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
মেঘাচ্ছন্ন বলেশ্বর নদ। ইন্দুরকানী, পিরোজপুর, ২০ জুন।
ছবি: খালেদ মাহমুদ ইমরান
৭ / ৭
এক কাঁদি কলা। গাছ ভার রাখতে পারছে না। ঠেকনা দিয়ে ধরে রাখা হয়েছে। গোটিয়া এলাকা, সিংড়া, নাটোর, ১৯ জুন
ছবি: ফাত্তাহ তানভীর রানা