পাঠকের ছবি (৩০–১১–২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
গ্রামীণ মানুষের মাছ ধরার ঐতিহ্যবাহী এমন অনুষঙ্গের নাম পলো আর চাবি জাল। শীতের সকালে মাছ ধরার উদ্দেশ্যে সবার আগমন। নীলেরপাড়া, গাজীপুর, ২৮ নভেম্বর
ছবি: মণ্ডল মাধব চন্দ্র
২ / ৯
নিরাপত্তাই প্রথম। রেলক্রসিংয়ের কাছাকাছি সতর্ক থাকাই শ্রেয়। সৈনিক ক্লাব, ঢাকা, ২৭ নভেম্বর
ছবি: জোসেফ গোমেজ
৩ / ৯
অপূর্ণ স্বপ্ন নিয়ে আকাশে উড়ে যায় পাখি। অল্প সময়ের ব্যবধানে লঞ্চ ছেড়ে যায়। ইতিহাসকে সাক্ষী রেখে পড়ে থাকে জনপদ। মুন্সিগঞ্জের ঐতিহাসিক লঞ্চঘাট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৯
সিরাজগঞ্জের ভদ্রঘাট গ্রামে ভ্রাম্যমাণ মেশিনের মাধ্যমে মুখরোচক ঝুড়ি তৈরির একটি চমৎকার উদাহরণ দেখা গেছে। ধান কাটার মৌসুমে এ ধরনের ঝুড়ি তৈরির প্রচলন গ্রামীণ বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয়। মেশিনে চাল, লবণ ও তেল দিয়ে মাত্র ৪০ টাকা খরচে প্রতি কেজি ঝুড়ি তৈরি করা যায়
ছবি: মো. নাজমুল হাসান
৫ / ৯
ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। বরিশাল বিভাগের অন্তর্গত এই জেলার নাম ছিল ‘দক্ষিণ শাহবাজপুর’ যা পরে নাম পরিবর্তন করে রাখা হয় ভোলা। নদীবেষ্টিত জেলাটি পর্যটনের জন্য অসাধারণ স্পট। বেতুয়া, চরফ্যাশন উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
যান্ত্রিক শহরে সকাল সকাল দোকানে ভিড় নানা শ্রেণি–পেশার মানুষের। সাভারের বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকার আশুলিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছবিটি ২৮ নভেম্বর তোলা
ছবি: রাহেবুল ইসলাম টিটুল
৭ / ৯
পদ্মা নদীতে সূর্যাস্ত। রাজশাহী শহর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিজাম আশ শামস
৮ / ৯
গ্রামীণ মানুষের মাছ ধরার ঐতিহ্যবাহী এমন অনুষঙ্গের নাম পলো আর চাবি জাল। শীতের সকালে মাছ ধরার উদ্দেশ্যে সবার আগমন। নীলেরপাড়া, গাজীপুর, ২৮ নভেম্বর
ছবি: মণ্ডল মাধব চন্দ্র
৯ / ৯
রাতের আঁধার ছাপিয়ে ভোরের সূর্যোদয়। শ্রীপুর, মাগুরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কাজী ইসরাত আরা এষা