পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
ফ্রান্সের লুতখোজু শহরের ভবনে দেয়ালচিত্র। ছবিটি সম্প্রতি তোলাছবি: শাহাবুদ্দিন শুভ
২ / ৯
প্রকৃতির মায়াভরা একটি মেঠো পথ। গ্রামের পথে হাঁটলে এখনো দু–একটি মেঠো পথ চোখে পড়ে। মেঠো পথের পাশেই গ্রামের মানুষ কাপড় রোদে শুকাতে দেন। তাতে মেঠো পথের সৌন্দর্য আরও বেড়ে যায়। ছবিটি মুন্সিগঞ্জের সিপাহীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৯
পুকুরে খাবারের খোঁজে ভাসমান দেশি হাঁসের পাল। ছবিটি নীলফামারীর ডোমার এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: এনাম এলাহী মল্লিক
দেখে মনে হতে পারে তাদের মান-অভিমান চলছে! ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাস, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান মাহমুদ শুভ
৬ / ৯
প্রকৃতিতে বৃষ্টির আগমনের এক পরিচিত পূর্বাভাস হলো আকাশে কালো মেঘের ঘনঘটা। এটি শুধু আবহাওয়ার একটি স্বাভাবিক রূপ নয়, বরং কৃষি, পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবনের ওপর এর রয়েছে সরাসরি প্রভাব। বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২১ এপ্রিল, ২০২৫ছবি: সূর্য দাস
৭ / ৯
বৈশাখী মেলা মানেই একঝাঁক রঙিন স্বপ্নের আনাগোনা। ভোরের আলো ফুটতেই শোভাযাত্রা, মাটির শৈল্পিক রূপ, তালপাতার পাখা, নাগরদোলা, খই–মুড়ি আর পুতুল নাচের সমাহারে প্রতিবছর ভৈরবে আয়োজিত হচ্ছে বৈশাখী মেলা। এমন একটি আয়োজন হয় কিশোরগঞ্জের ভৈরবে। প্রায় তিন যুগ ধরে এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। পুতুল নাচ ও বায়স্কোপ দর্শনার্থীদের বিশেষ আগ্রহের কেন্দ্রে থাকে। এবারই প্রথম ব্লু বার্ড স্কুলের জীবন্ত পুতুলের নাচে বৈশাখী মেলা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠলছবি: প্রিয়াংকা
৮ / ৯
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা সড়কের শিকলঘাট এলাকায় বাকঁখালী নদীর ওপর নির্মিত ব্রিজটি পুরোনো হয়েছে। দিনকে দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। ব্রিজের লোহার পাটাতন ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। রাতের বেলায় আলো না থাকায় ব্রিজটি আরও ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেছবি: রিপন বড়ুয়া
৯ / ৯
আ-তে আম। আমটি আমি খাব পেড়ে। ছোটবেলার কথা কি মনে পড়ে যায়? ছবিটি লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ী এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম