পাঠকের ছবি

১ / ৭
স্কুল ছুটি হয়ে গেছে। আরও কিছুক্ষণ খেলাধুলা করে বাড়িতে যাবে সবাই। তাই সবার ব্যাগ গাছে আটকে রাখা হচ্ছে। ছবিটি সম্প্রতি রাজশাহী নগরের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা
ছবি: সবুজ সরকার
২ / ৭
ঘোড়ার গাড়িতে করে পাট নিয়ে জাগ দিতে যাচ্ছেন এক কৃষক। গিলাবাড়ি গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১৯ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৩ / ৭
আবহমান বাংলার চলমান সংস্কৃতির অন্যতম প্রধান চিত্র হাতে একতারা, বেহালা নিয়ে গান করার দৃশ্য এখন শুধুই বইয়ের পাতায়; বাস্তবে নেই। ছবিটি গত মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন পৌর শহর থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৪ / ৭
বিশ্বের উন্নত দেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো শিশুবান্ধব দেশ। সেখানে একেবারে ছোটবেলা থেকেই শিশুদেরকে প্রকৃতির নিবিড় সংস্পর্শে সবকিছু হাতে–কলমে শিক্ষা দেওয়া হয়। অস্ট্রেলিয়াতেও স্কুলের বাচ্চাদের বনবাদাড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয় প্রকৃতির পাঠ নেওয়ার জন্য। ছবির গাছঘরটি নির্মাণ করেছে স্থানীয় একটি স্কুলের খুদে শিশুরা। ছবিটা সিডনির বোটানি সাবার্বের ‘স্যার জোসেফ ব্যাংকস’ পার্ক থেকে ২৯ আগস্ট তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৫ / ৭
শশীলজের পুকুর। ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: শাহ বিলিয়া জুলফিকার
৬ / ৭
প্রচণ্ড রোদে গামছা মাথায় গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। চতরা, রংপুর, ২০ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৭ / ৭
আবহমান বাংলার চিরচেনা চিত্র খালে-বিলে ধর্মজাল ফেলে মাছ ধরার দৃশ্য। ছবিটি গত সোমবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভার গোলপাঁড় এলাকা থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন