পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৬
বাংলাদেশের ঐতিহ্য হার্ডিঞ্জ ব্রিজ। ছবিটি সম্প্রতি তোলাছবি: খন্দকার শাকিল
২ / ৬
মুন্সিগঞ্জের মীরকাদিমে অবস্থিত হাজী আমজাদ আলী কলেজের মাঠপ্রাঙ্গণ। মাঠের গাছগুলো পুরোনো পাতা বিদায় দিয়ে নতুন পাতাকে বরণ করে নিয়েছে। মাঠের পাশেই খেলাধুলায় ব্যস্ত কিশোরেরা। একটি গ্রামীণ জনপদের চিরচেনা দৃশ্য যেমনটি হওয়ার কথা, তার শতভাগই যেন রয়েছে এখানেছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৬
গোধূলির আকাশ ছেয়ে গেছে সূর্যের অনন্য আলোয়। যমুনাশ্বরী নদীর পাড়, রংপুর। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইউসুফ আলী
৪ / ৬
গরিবের আমিষ ‘ডিম’ ট্রাক থেকে নামানো হচ্ছে। ফার্মগেট, ঢাকা, ১৪ মার্চছবি: প্রবীর পাল
৫ / ৬
সারা দিন ইটভাটার ধোঁয়া আর পাখির মতো গন্তব্যহীন ঘোরাঘুরির পর পড়ন্ত বিকেলে পাখির মতো নীড়ে ফেরা। ওসমানপুর গ্রাম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ১৩ মার্চছবি: মো. আসাদুল্লাহিল গালিব
৬ / ৬
একটি গোধূলিলগ্ন অবেলা এবং নদীর শুভ্রতার মুহূর্ত। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ