চাঁদের আলোয় ম্যাগনোলিয়া। অস্ট্রেলিয়ায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের ফুল ফোটে। শীতের শেষের দিকে এসে পাতাবিহীন গাছে ফোটে ম্যাগনোলিয়া। তখন গাছগুলোর সৌন্দর্য হয় মনকাড়া। সিডনির মিন্টো সাবার্বের একটি বাড়ির আঙিনায় ফুটে আছে ম্যাগনোলিয়া। গোধূলির সময় চাঁদের উজ্জ্বল আলোতে এর সৌন্দর্য বেড়ে গেছে বহু গুণে। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. ইয়াকুব আলী
২ / ৯
বার্ধক্যের বাধা উপক্ষা করে জীবনের তাগিদে রোজগারে বের হওয়া মানুষগুলো একেকজন আদর্শ। ময়মনসিংহ, ছবিটি সম্প্রতি তোলাছবি: নিবিড়
৩ / ৯
তৈরি করা মুরগি রাখার ঘর বিক্রি হচ্ছে। এগুলোর ক্রেতা বিল এলাকা থেকে আসা গ্রামের সাধারণ মানুষ। বর্ষাকালে হাটুরেরা এখনো ব্যবহার করছেন নৌপথ। চাঁচকৈড় হাট, গুরুদাসপুর, নাটোর। ছবিটি সম্প্রতি তোলাছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৯
ঐতিহ্যের গ্রামীণ শিক্ষাজীবন। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: কারিমুল হাসান লিখন
৫ / ৯
ভোলার বোরহান উদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে চলছে নৌকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মোবাশ্বির হাসান শিপন
রাস্তা সংস্কারে দিনচুক্তি হিসেবে কাজ করেন তাঁরা। দুপুরে খাবারের জন্য পান এক ঘণ্টার বিরতি। খাওয়াদাওয়া শেষে লুডু খেলায় মেতেছেন তাঁরা। ছবিটি সম্প্রতি রাজশাহী নগরের বিনোদপুর এলাকা থেকে তোলাছবি: সবুজ সরকার