পাঠকের ছবি (২০ নভেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দিনমজুর মাথায় ইট বহন করছেন। শ্রমের ঘাম আর দৃঢ় মনোবল যেন এই মুহূর্তকে আরও বাস্তব ও শক্তিশালী করে তুলেছে। রৌদ্রোজ্জ্বল সকালের আলোয় চোখে পড়া এক দৃশ্য। ধানগড়া পালপাড়া রোড, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: মো. আতিকুল ইসলাম
২ / ৮
মেরিন ড্রাইভ রোড, টেকনাফ, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অপু আহমেদ
৩ / ৮
সাইকেল গ্রামের শিশুদের জন্য শুধু একটি বাহন নয়, বরং বন্ধুত্বের প্রতীক এবং নির্মল আনন্দের উৎস। মধ্যপাড়া ভরমোহনী, সলঙ্গা, সিরাজগঞ্জ
ছবি: সুমন পাল
৪ / ৮
ভাটায় সারি সারি সাজানো আছে মাটির পোড়া পাট। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজু আহমেদ রকি
৫ / ৮
খেতের আলে শোভা ছড়াচ্ছে কস্তুরি ফুল। পশ্চিম আটঘরিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: মানস মাহাতো
৬ / ৮
তিতিওয়াংসা পার্ক ও মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের স্কাইলাইন, সন্ধ্যা নামার আগে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোস্তাকিম জনি, কুয়ালালামপুর থেকে
৭ / ৮
শৈশবের স্মৃতিবিজড়িত পেঁপেগাছ। নরম ডগায় মোম গলিয়ে মোমবাতি বানানোর কর্মযজ্ঞ। দুপুরে লবণ–মরিচ মেখে কাঁচা পেঁপে খাওয়ার শৈশব দ্রুত ফুরোয়। শুধু ফুরোয় না মানুষের স্বার্থপরতামুখর সময়। মেকি আন্তরিকতার দুঃসময়
ছবি: সঞ্জয় দেবনাথ
৮ / ৮
অবারিত ধানের মাঠ। পাকা ধানের গন্ধে চারদিক যেন ম–ম করছে। চররুহিতা ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম